ভেনিজুয়েলায় বিতর্কিত নির্বাচন: সংসদ নিয়ন্ত্রণে রাখতে মাদুরোর প্রচেষ্টা

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১০:৩৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): বিতর্কিতভাবে পুনর্নির্বাচিত হওয়ার দশ মাস পর আসন্ন সংসদ ও আঞ্চলিক নির্বাচনের মধ্য দিয়ে ভেনিজুয়েলার বামপন্থী কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার ক্ষমতার চূড়ান্ত নিয়ন্ত্রণ
নিশ্চিত করতে যাচ্ছেন। রোববারের এই নির্বাচনে বিরোধীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।

কারাকাস থেকে এএফপি জানায়, নির্বাচনে দেশটির ২৪টি রাজ্যের গভর্নর এবং ২৮৫ জন জাতীয় পরিষদ সদস্য নির্বাচন করা হবে। তবে ভোটার উপস্থিতি কম হবে বলেই ধারণা করা হচ্ছে।

গত জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনের পর বিরোধীদলীয় প্রার্থী এডমুন্ডো গনসালেস উরুতিয়ার স্পষ্ট বিজয়ের পরও মাদুরো নিজের জয় দাবি করলে বিরোধীদের ভোট প্রক্রিয়ার ওপর শেষ আস্থা থেকেও অনেকের বিশ্বাস উঠে যায়। ওই নির্বাচন এবং পরবর্তী প্রাণঘাতী দমনপীড়ন ভেনিজুয়েলাকে আন্তর্জাতিক মহলে একঘরে করে দেয়।

মাত্র কয়েকটি দেশ—রাশিয়া ও কিউবার মতো দীর্ঘদিনের মিত্র—মাদুরোর পুনর্নির্বাচন স্বীকৃতি দেয়।

এই ৬২ বছর বয়সী সমাজতন্ত্রী বরাবরের মতো যুক্তরাষ্ট্রের ‘ষড়যন্ত্র’ অভিযোগ করে প্রতিক্রিয়া দেখিয়ে আসছেন। ভোটের আগের দিন সরকার জানায়, তারা একটি বিদেশি ভাড়াটে বাহিনীকে আটক করেছে যারা কলম্বিয়া থেকে এসে নির্বাচন বানচালের চেষ্টা করছিল।

রোববারের নির্বাচনে ৪ লাখের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের আওতায় থাকবে গায়ানার সঙ্গে সীমান্তবর্তী তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চলও, যেটি দীর্ঘদিন ধরে গায়ানার প্রশাসনের অধীনে থাকলেও কারাকাস আংশিক দখলের হুমকি দিয়ে আসছে।

বর্জন কৌশল নিয়ে বিতর্ক

বিরোধীদের ভোট বর্জনের সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও বিতর্ক সৃষ্টি করেছে। পলিয়ানালিটিকা পরামর্শ সংস্থার পরিচালক জেসুস ক্যাস্তিয়ো এটিকে ‘চরমপন্থী বিরোধীদের কৌশলগত ভুল’ বলে অভিহিত করেন।

তার মতে, কোনো বিকল্প না থাকায় নির্বাচনের মানচিত্র ‘চাভিস্তাদের লাল’ রঙে ঢেকে যাবে। হুগো শাভেজের উত্তরাধিকার হিসেবে যুক্তরাষ্ট্রবিরোধী জাতীয়তাবাদী এই রাজনীতিই মাদুরোর ভিত্তি।

জনমত জরিপে দেখা গেছে, মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনিজুয়েলা এবং মিত্ররা সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

২৪টি রাজ্যের মধ্যে মাত্র দুটি—জুলিয়া (যেখানে দেশটির তেল রাজধানী মারাকাইবো অবস্থিত) এবং নুয়েভা এসপার্তা (মারগারিটা দ্বীপসহ পর্যটন অঞ্চল)-এ বিরোধীদের বিজয়ের সম্ভাবনা রয়েছে।

৪৬ বছর বয়সী নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতা ইয়াকসন রিভাস বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাদুরোকেই ভোট দেবেন। 'আমরা শয়তান শত্রুর মুখোমুখি, কিন্তু আমাদের একটি শক্ত নেতৃত্ব আছে,' বলেন তিনি।

‘এটা এক ধরনের প্রহসন’

বিগত নির্বাচনের পর থেকেই আত্মগোপনে থাকা বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বলেন, 'রোববারের নির্বাচন একটি প্রহসন, যা মাদুরোর পরাজয় ঢাকা দেওয়ার চেষ্টা।'

তবে দুবারের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেস, যিনি বর্তমানে এক ক্ষুদ্রতর বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন, বলেন যে পরিবর্তন কেবল ভোটের মাধ্যমেই সম্ভব।

২০২০ সালের পার্লামেন্ট নির্বাচন বর্জনের ফলে মাদুরোর অনুগতরা জাতীয় পরিষদের নিয়ন্ত্রণে ফেরত পায় এবং তারপর একের পর এক দমনমূলক আইন পাস করে। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনও বিরোধীরা বর্জন করেছিল, যেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ ভুয়া বলে প্রত্যাখ্যান করে।

'মানুষের হতাশা আমি বুঝি... কিন্তু আমাদের লড়তে হবে। গণতন্ত্রের জন্য এটা একটা মূল্য, এবং আমরা এটা ফিরে পাব,' বলেন হুয়ান রেকেসেন্স, যিনি ক্যাপ্রিলেসের দল থেকে মিরান্দা রাজ্যের গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে সাধারণ মানুষের সমর্থন পেতে তার বেশ বেগ পেতে হচ্ছে।

কারাপিতার মতো নিম্নবিত্ত এলাকায় থাকা ৭৬ বছর বয়সী পেনশনভোগী সান্তো রেইনোজা বলেন, 'ভোট দিয়ে কী হবে? আমি না সরকার, না ‘বিচ্ছুদের’ সমর্থন করি।' 'বিচ্ছু’ বলতে তিনি ভোট বর্জনকারী মাদুরো বিরোধীদের বুঝিয়েছেন।

অন্যদিকে ২৪ বছর বয়সী ছাত্রী আরান্তসা মার্টিনেজ বলেন, 'আমি যখন জন্মেছি, তখন থেকেই এই সরকার। ঘরে বসে থাকলে কিছুই বদলাবে না। তাই আমি রেকেসেন্সকেই ভোট দেব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ড শেষে কারাগারে 
পাকিস্তান-ভারত সংঘাতের ধ্বংসস্তূপে অবিস্ফোরিত গোলাবারুদের খোঁজ চলছে
মারিউপোল অবরোধের সেনাপতি মর্দভিচেভকে রাশিয়ার স্থলবাহিনীর প্রধান নিয়োগ
শেষ মুহূর্তে চাগোস দ্বীপপুঞ্জ চুক্তি পর্যালোচনার নির্দেশ যুক্তরাজ্যের আদালতের
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসিসহ ১৪৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
পঞ্চগড় ও কুমিল্লা সীমান্তে ৩৪ জনকে পুশ-ইন করেছে ভারত
পাকিস্তানের ৫০ শতাংশ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি চায়
গাজীপুরের শ্রীপুরে চায়না-৩ জাতের লিচুর ফলনে চাষিদের মুখে হাসি
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৯১১টি মামলা
১০