অস্ট্রেলিয়ার বন্যায় একজনের মৃত্যু, প্রায় ৫০ হাজার মানুষ যোগােযোগ-বিচ্ছিন্ন

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১০:৩৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ আটকা পড়েছেন। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় টানা দুই দিনে স্বাভাবিকের চেয়ে চার মাসের বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে।

সিডনি থেকে এএফপি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সিডনি থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মটো নামের একটি গ্রামে একটি বন্যা-কবলিত বাড়ি থেকে ৬৩ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, অনেকেই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে। তাদের উদ্ধারে হেলিকপ্টার, নৌকা ও ড্রোন মোতায়েন করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস একে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, 'পরবর্তী ২৪ ঘণ্টায় আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা করছি।'

কেম্পসি শহরের মেয়র কিনি রিং বলেন, কৃষিভিত্তিক শহরটি হঠাৎ করেই নদীর পানিতে ঘিরে ফেলা হয়েছে। 'টিনের ছাদে বৃষ্টির শব্দ সাধারণত শান্তির, কিন্তু এখন তা ভয়াবহ আর কর্ণবিদারী,' বলেন তিনি।

তিনি জানান, শুধু তার প্রশাসনিক এলাকাতেই ২০ হাজারের বেশি মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, যাদের অনেকেই প্রয়োজনীয় ওষুধ ও সরবরাহ পাচ্ছেন না।

মিনস বলেন, মধ্য উত্তর উপকূলজুড়ে ৫০ হাজারের মতো মানুষ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, যেখানে পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা নদীগুলো বন্যা সৃষ্টি করছে।

আশঙ্কা করা হচ্ছে, অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন।

‘প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে’

অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল—মরুভূমি থেকে শুরু করে উপকূলীয় বনাঞ্চল পর্যন্ত—সম্প্রতি ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের চারপাশের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল ইতিহাসের সর্বোচ্চ। উষ্ণ সমুদ্র থেকে বায়ুমণ্ডলে অতিরিক্ত আর্দ্রতা উঠে আসে, যা প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা বাড়ায়।

প্রিমিয়ার মিনস বলেন, 'আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার দক্ষতা বাড়ছে, কিন্তু এর কারণ হলো এসব দুর্যোগের তীব্রতাও বাড়ছে।'

মোট ২,৫০০ জরুরি সেবা কর্মী মোতায়েন করা হয়েছে। ব্যবহার করা হচ্ছে উদ্ধারকারী নৌকা, হেলিকপ্টার ও শত শত ড্রোন।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী ক্রিস্টি ম্যাকবেইন বলেন, কিছু নদীর পানি এখনও চূড়ায় ওঠেনি। 'আমরা এখনও সবচেয়ে খারাপ অবস্থার মধ্যেই রয়েছি,' জানান তিনি।

তারে শহরের বাসিন্দা হোলি পিলোতো জানান, বুধবার বাড়ির ওপরের তলায় আটকা পড়েছিলেন তিনি। 'পিছনের বারান্দায় আমাদের প্রতিবেশীরাও আটকে ছিল। এটা খুব বিপজ্জনক এক অবস্থা,' বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানের ৫০ শতাংশ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি চায়
গাজীপুরের শ্রীপুরে চায়না-৩ জাতের লিচুর ফলনে চাষিদের মুখে হাসি
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৯১১টি মামলা
লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত
ব্রিটিশ বিমান সংস্থা ইজিজেটের লোকসান বেড়েছে
নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রি শুরু 
ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে : মির্জা ফখরুল
কানাডার আলোচনায় জি৭ অর্থমন্ত্রীরা ঐক্য চেয়েছেন
গ্রীক দ্বীপ ক্রিটে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত
১০