যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় যোগদানে আলোচনা করছে কানাডা : মার্ক কারনি

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১১:২০

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘উচ্চ পর্যায়ের’ আলোচনা চলছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি।

অটোয়া থেকে এএফপি জানায়, বুধবার এক সংবাদ সম্মেলনে কারনি বলেন, 'আমরা সচেতন যে চাইলে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিনিয়োগের মাধ্যমে গোল্ডেন ডোম প্রকল্পে অংশ নিতে পারি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি এবং উচ্চপর্যায়ে এটি নিয়ে আলোচনা হয়েছে।'

ট্রাম্পের লক্ষ্য:

যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসোনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন থেকে সুরক্ষার জন্য তৈরি করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প চান, তার দ্বিতীয় মেয়াদের শেষ দিকে — প্রায় তিন বছরের মধ্যে — এটি কার্যকর হোক। তবে এতে রয়েছে প্রযুক্তিগত ও রাজনৈতিক জটিলতা।

আকাশ থেকে হুমকি:

প্রধানমন্ত্রী কারনি বলেন, 'নতুন ও বর্ধমান

ক্ষেপণাস্ত্র হুমকি রয়েছে, যা খুব দূর ভবিষ্যতে নয়, বরংনোরাড মহাকাশ থেকেও আসতে পারে — আমরা সে হুমকিগুলোকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি।'

নোরাড ও নতুন দিকচিন্তা:

কানাডা ও যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকান আকাশ প্রতিরক্ষা চুক্তি (নোরাড)-এর মাধ্যমে দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদার হলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক কিছুটা দুর্বল হয়েছে।

এই প্রেক্ষাপটে কানাডা বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা আরও বৈচিত্র্যময় করার পথে হাঁটছে:

যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত পর্যালোচনার ঘোষণা দিয়েছে।

অস্ট্রেলিয়ার সঙ্গে আর্কটিক রাডার উন্নয়ন চুক্তি করেছে।

ইউরোপের সঙ্গেও নতুন উদ্যোগ:

কারনি জানান, তার সরকার ইউরোপীয় মিত্রদের সঙ্গে ‘রি-আর্ম ইউরেপ’ নামে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করার এক উদ্যোগে পূর্ণ অংশীদার হওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০