উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে 'গুরুতর' দুর্ঘটনা : রাষ্ট্রীয় গণমাধ্যম

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:১৯

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : উত্তর কোরিয়ার একটি নতুন নৌ ডেস্ট্রয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, নেতা কিম জং উন  দুর্ঘটনাটিকে একটি ‘অপরাধমূলক কাজ’বলে অভিহিত করেছেন।

সরকারি সংস্থা  কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-র উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি জানায়, বুধবার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী চংজিনে ৫ হাজার টনের একটি নতুন ডেস্ট্রয়ার উদ্বোধনী অনুষ্ঠানে ‘একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে।’
এসময় ‘অনভিজ্ঞ কমান্ড এবং অপারেশনাল অসাবধানতাকে’ দায়ী করেন কিম।

কেসিএনএ বলেছে, ‘একটি দুর্ঘটনা ঘটেছে যার ফলে ‘যুদ্ধজাহাজের নীচের কিছু অংশ ভেঙে পড়েছে।’ 

এতে বলা হয়েছে যে, দুর্ঘটনাটি ‘যুদ্ধজাহাজের ভারসাম্য নষ্ট করেছে।

কিম পুরো ঘটনাটি ‘সম্পূর্ণ অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধমূলক কাজ’ বলে ঘোষণা করেছেন এবং  তিনি সতর্ক করেছেন যে ‘এটি সহ্য করা হবে না’।

তিনি বলেন, ‘দায়ী কর্মকর্তাদের ‘দায়িত্বজ্ঞানহীন ভুল’ পরবর্তী মাসে ডাকা পার্টি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় মোকাবিলা করা হবে।’ 

গত মাসে পিয়ংইয়ং ৫,০০০ টনের আরেকটি ডেস্ট্রয়ার-ক্লাস জাহাজ উদ্বোধন করে যার নাম চো হিওন। সেই সময় রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম তার মেয়ে জু এই-এর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি প্রকাশিত হয়। অনেক বিশেষজ্ঞ জু এই কিমের সম্ভাব্য উত্তরসূরি বলে মনে করেন।

উত্তর কোরিয়া দাবি করেছে যে জাহাজটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি ‘আগামী বছরের শুরুতে’ কাজ শুরু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
১০