উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে 'গুরুতর' দুর্ঘটনা : রাষ্ট্রীয় গণমাধ্যম

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:১৯

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : উত্তর কোরিয়ার একটি নতুন নৌ ডেস্ট্রয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, নেতা কিম জং উন  দুর্ঘটনাটিকে একটি ‘অপরাধমূলক কাজ’বলে অভিহিত করেছেন।

সরকারি সংস্থা  কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-র উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি জানায়, বুধবার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী চংজিনে ৫ হাজার টনের একটি নতুন ডেস্ট্রয়ার উদ্বোধনী অনুষ্ঠানে ‘একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে।’
এসময় ‘অনভিজ্ঞ কমান্ড এবং অপারেশনাল অসাবধানতাকে’ দায়ী করেন কিম।

কেসিএনএ বলেছে, ‘একটি দুর্ঘটনা ঘটেছে যার ফলে ‘যুদ্ধজাহাজের নীচের কিছু অংশ ভেঙে পড়েছে।’ 

এতে বলা হয়েছে যে, দুর্ঘটনাটি ‘যুদ্ধজাহাজের ভারসাম্য নষ্ট করেছে।

কিম পুরো ঘটনাটি ‘সম্পূর্ণ অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধমূলক কাজ’ বলে ঘোষণা করেছেন এবং  তিনি সতর্ক করেছেন যে ‘এটি সহ্য করা হবে না’।

তিনি বলেন, ‘দায়ী কর্মকর্তাদের ‘দায়িত্বজ্ঞানহীন ভুল’ পরবর্তী মাসে ডাকা পার্টি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় মোকাবিলা করা হবে।’ 

গত মাসে পিয়ংইয়ং ৫,০০০ টনের আরেকটি ডেস্ট্রয়ার-ক্লাস জাহাজ উদ্বোধন করে যার নাম চো হিওন। সেই সময় রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম তার মেয়ে জু এই-এর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি প্রকাশিত হয়। অনেক বিশেষজ্ঞ জু এই কিমের সম্ভাব্য উত্তরসূরি বলে মনে করেন।

উত্তর কোরিয়া দাবি করেছে যে জাহাজটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি ‘আগামী বছরের শুরুতে’ কাজ শুরু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৯১১টি মামলা
লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত
ব্রিটিশ বিমান সংস্থা ইজিজেটের লোকসান বেড়েছে
নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রি শুরু 
ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে : মির্জা ফখরুল
কানাডার আলোচনায় জি৭ অর্থমন্ত্রীরা ঐক্য চেয়েছেন
গ্রীক দ্বীপ ক্রিটে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
যুক্তরাষ্ট্রে আইন পাসের আশায় বিটকয়েনের দাম বৃদ্ধির রেকর্ড
১০