উত্তর কোরিয়ার যুদ্ধজাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে 'গুরুতর' দুর্ঘটনা : রাষ্ট্রীয় গণমাধ্যম

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:১৯

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : উত্তর কোরিয়ার একটি নতুন নৌ ডেস্ট্রয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, নেতা কিম জং উন  দুর্ঘটনাটিকে একটি ‘অপরাধমূলক কাজ’বলে অভিহিত করেছেন।

সরকারি সংস্থা  কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-র উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি জানায়, বুধবার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী চংজিনে ৫ হাজার টনের একটি নতুন ডেস্ট্রয়ার উদ্বোধনী অনুষ্ঠানে ‘একটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে।’
এসময় ‘অনভিজ্ঞ কমান্ড এবং অপারেশনাল অসাবধানতাকে’ দায়ী করেন কিম।

কেসিএনএ বলেছে, ‘একটি দুর্ঘটনা ঘটেছে যার ফলে ‘যুদ্ধজাহাজের নীচের কিছু অংশ ভেঙে পড়েছে।’ 

এতে বলা হয়েছে যে, দুর্ঘটনাটি ‘যুদ্ধজাহাজের ভারসাম্য নষ্ট করেছে।

কিম পুরো ঘটনাটি ‘সম্পূর্ণ অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধমূলক কাজ’ বলে ঘোষণা করেছেন এবং  তিনি সতর্ক করেছেন যে ‘এটি সহ্য করা হবে না’।

তিনি বলেন, ‘দায়ী কর্মকর্তাদের ‘দায়িত্বজ্ঞানহীন ভুল’ পরবর্তী মাসে ডাকা পার্টি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় মোকাবিলা করা হবে।’ 

গত মাসে পিয়ংইয়ং ৫,০০০ টনের আরেকটি ডেস্ট্রয়ার-ক্লাস জাহাজ উদ্বোধন করে যার নাম চো হিওন। সেই সময় রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম তার মেয়ে জু এই-এর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি প্রকাশিত হয়। অনেক বিশেষজ্ঞ জু এই কিমের সম্ভাব্য উত্তরসূরি বলে মনে করেন।

উত্তর কোরিয়া দাবি করেছে যে জাহাজটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি ‘আগামী বছরের শুরুতে’ কাজ শুরু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে নতুন ঘর পেয়ে আপ্লুত ওমর ফারুক
মিয়ানমারের সহিংসতার ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন রাজকীয় অবমাননার মামলায় রায়ের মুখোমুখি
খুবিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব প্রদর্শনী
‘আমরা বিএনপি পরিবার’-এর সতর্কীকরণ বিজ্ঞপ্তি: প্রতারক চক্রকে ধরিয়ে দিন
খুবিতে ল্যাবরেটরি সেফটি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কুয়েত প্রবাসীর মৃত্যু
রাজধানীতে সিএনজি বন্ধ করে ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
১০