প্রতিরক্ষা প্রদর্শনীতে জাপানের ‘রেলগান’ চমক

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৮:০৭

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : জাপানে এই সপ্তাহে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রদর্শনী। প্রথম দিনেই দর্শনার্থীদের নজর কাড়ে ভবিষ্যৎ প্রযুক্তির ‘রেলগান’ নামক এক অত্যাধুনিক অস্ত্র।

জাপানের মাকুহারি শহর থেকে এএফপি এই তথ্য জানিয়েছে।

নির্মাতাদের আশা, এই অস্ত্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হবে। 

এক ধরণের বিশেষ রেলপথ ধরে প্রচন্ড গতিতে গোলা ছুড়তে গান পাউডারের বদলে এই রেলগানে ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক চৌম্বকীয় শক্তি। 

এতে প্রচলিত বিস্ফোরকের প্রয়োজন নেই। গোলাটি শুধু গতিশক্তির জোরেই ধ্বংস করে দিতে পারে শত্রু জাহাজ, ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও জার্মানিসহ আরও কয়েকটি দেশ এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে গত বছর সমুদ্রপৃষ্ঠে রেলগান পরীক্ষামূলকভাবে নিক্ষেপের প্রথম দাবি করেছে জাপানের নৌবাহিনী।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা অ্যাকুইজিশন, টেকনোলজি অ্যান্ড লজিস্টিক্স এজেন্সি (এটিএলএ)-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রেলগান হলো ভবিষ্যতের অস্ত্র। এটি গুলি ছোড়ে বিদ্যুৎ দিয়ে, বারুদ ছাড়াই।’

তিনি আরও বলেন,‘ভবিষ্যতে এমন হুমকি আসবে, যেগুলো মোকাবেলায় রেলগান ছাড়া উপায় থাকবে না।’

তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছে বুধবার। 

প্রদর্শনীটির পেছনে রয়েছে জাপানের নতুন আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতির ছাপ, সঙ্গে রয়েছে বিদেশে সামরিক সরঞ্জাম রপ্তানির লক্ষ্যও।

এই আয়োজনে বিশেষভাবে নজর কাড়ছে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ সরবরাহ সংক্রান্ত একটি চুক্তি। এই চুক্তির জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ (এমএইচআই) ও জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (টিকেএমএস)।

‘প্রজেক্ট সি ৩০০০’ নামে পরিচিত কয়েক বিলিয়ন ডলারের এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে মোগামি-শ্রেণির ফ্রিগেট সরবরাহ করা হবে।

জাপানি সংবাদমাধ্যমের মতে, এটি হবে জাপানের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক রপ্তানি চুক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০