ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। গত কয়েক দিনে সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরাইল।
গাজা সিটি থেকে এএফপি জানায়, সংস্থার এক কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আজ ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর বিমান হামলায় ৫২ জন শহীদ হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।’