ডেনমার্কে ২০৪০ সালে অবসরের বয়স হবে ৭০

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ২০:০৬

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : ডেনমার্কের পার্লামেন্ট বৃহস্পতিবার একটি আইন পাস করেছে, যার মাধ্যমে দেশের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ২০৪০ সালে বর্তমান ৬৭ থেকে বাড়িয়ে ৭০ বছর করা হবে।

কোপেনহেগেন থেকে এএফপি জানায়, ডেনমার্কের পার্লামেন্ট ফোকেটিং তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নতুন আইনটির পক্ষে ভোট দিয়েছেন ৮১ জন আইনপ্রণেতা, বিপক্ষে ভোট দিয়েছেন ২১ জন।

২০০৬ সাল থেকে ডেনমার্ক সরকার নাগরিকদের গড় আয়ু অনুসারে অবসর গ্রহণের বয়স নির্ধারণ করছে এবং প্রতি পাঁচ বছর পরপর তা পর্যালোচনা করা হয়।

এই নীতিমালার আওতায় ২০৩০ সালে অবসর গ্রহণের বয়স হবে ৬৮ এবং ২০৩৫ সালে তা বেড়ে দাঁড়াবে ৬৯ বছরে।

নতুন আইন অনুসারে ১৯৭০ সালের ৩১ ডিসেম্বরের পর যাদের জন্ম, তাদের অবসর গ্রহণের বয়স হবে ৭০ বছর।

ডেনমার্কের সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী ম্যাতে ফ্রেডেরিকসেন (৪৭) গত বছর বলেছিলেন, অবসর গ্রহণের বয়স ৭০ বছরে পৌঁছলে সরকার এই পদ্ধতি পুনর্বিবেচনা করতে প্রস্তুত থাকবে।

গত আগস্টে দৈনিক বার্লিংস্ককে তিনি বলেন, ‘আমরা আর বিশ্বাস করি না যে অবসর গ্রহণের বয়স স্বয়ংক্রিয়ভাবে বাড়তেই থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষার্থী-পুলিশ আলোচনা সভা অনুষ্ঠিত
রাজউকের উচ্ছেদ অভিযান: রিলিক সিটির ২২ সাইনবোর্ড জব্দ, ১০ লাখ টাকা জরিমানা
গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
মানবতাবিরোধী অপরাধ: গ্রেফতার করতে পারবেন তদন্তকারী কর্মকর্তা- প্রসিকিউটর
বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
দেশীয় পশু দিয়েই বরিশালের কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব
১০