যুদ্ধজাহাজ উদ্বোধন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কোরিয়া

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১০:৩৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় হওয়া দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে। পাশপাশি ক্ষয়ক্ষতি ‘গুরুতর নয়’ বলেও দাবী করা হয়েছে। 

সিউল থেকে এএফপি এ খবর জানায়।

উত্তর কোরিয়া বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার নবনির্মিত ৫ হাজার টনের নৌ-বিধ্বংসী জাহাজটি চাংজিন বন্দরে উদ্বোধনের সময় দুর্ঘটনার শিকার হয়। সেসময় এটির নিচের অংশ দেবে গিয়ে কিছুটা কাত হয়ে পড়ে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন। তিনি এই দুর্ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে ‘অনভিজ্ঞ কমান্ড এবং অপারেশনাল অসাবধানতাকে’ ও দায়ী করেন কিম। 

পুরো ঘটনাটি ‘ “চরম অবহেলায় সংঘটিত অপরাধ’ বলে ঘোষণা দিয়ে ‘এটি সহ্য করা হবে না’ বলেও সতর্ক করে দেন তিনি।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সিউলের গোয়েন্দা কর্তৃপক্ষের ধারণা উত্তর কোরিয়ার জাহাজটির ‘পার্শ্ব-উৎক্ষেপণের প্রচেষ্টা’ ব্যর্থ হওয়ায় ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়ে।

তবে উত্তর কোরিয়ার সরকারি নিউজ এজেন্সি কেসিএনএ শুক্রবার জানিয়েছে, প্রাথমিক তদন্তে জাহাজের নিচে কোনো ছিদ্র পাওয়া যায়নি। তারা আরো জানায়, “ডান পাশ কিছুটা ঘষা খেয়েছে এবং উদ্ধার চ্যানেলের ভেতর দিয়ে কিছুটা সমুদ্রের পানি ঢুকেছে।” 

জাহাজের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি গুরুতর নয় দাবি করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি বলেও জানিয়েছে কেসিএনএ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় আসলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে : রিজভী
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগ নেতা গ্রেফতার
৭৩৬ বোতল বিদেশি মদসহ একজন আটক
চট্টগ্রামে ডিপোতে তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু 
দিনাজপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন পুনরায় শুরু 
সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের
শিগগিরই তুরাগ নদী দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম শুরু হবে : পানি সম্পদ উপদেষ্টা 
বিচার, সংস্কার ও নির্বাচনের রূপরেখা হতে পারে সংকট থেকে মুক্তির উপায় : রাষ্ট্র সংস্কার আন্দোলন
ঢাবিতে আগামীকাল শুরু হচ্ছে ২ দিনব্যাপী ‘বিজ্ঞান উৎসব’
বিএমডিএ’র চেয়ারম্যানের মৃত্যুতে কৃষি উপদেষ্টার শোক
১০