যুদ্ধজাহাজ উদ্বোধন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কোরিয়া

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১০:৩৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় হওয়া দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে। পাশপাশি ক্ষয়ক্ষতি ‘গুরুতর নয়’ বলেও দাবী করা হয়েছে। 

সিউল থেকে এএফপি এ খবর জানায়।

উত্তর কোরিয়া বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার নবনির্মিত ৫ হাজার টনের নৌ-বিধ্বংসী জাহাজটি চাংজিন বন্দরে উদ্বোধনের সময় দুর্ঘটনার শিকার হয়। সেসময় এটির নিচের অংশ দেবে গিয়ে কিছুটা কাত হয়ে পড়ে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন। তিনি এই দুর্ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে ‘অনভিজ্ঞ কমান্ড এবং অপারেশনাল অসাবধানতাকে’ ও দায়ী করেন কিম। 

পুরো ঘটনাটি ‘ “চরম অবহেলায় সংঘটিত অপরাধ’ বলে ঘোষণা দিয়ে ‘এটি সহ্য করা হবে না’ বলেও সতর্ক করে দেন তিনি।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সিউলের গোয়েন্দা কর্তৃপক্ষের ধারণা উত্তর কোরিয়ার জাহাজটির ‘পার্শ্ব-উৎক্ষেপণের প্রচেষ্টা’ ব্যর্থ হওয়ায় ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়ে।

তবে উত্তর কোরিয়ার সরকারি নিউজ এজেন্সি কেসিএনএ শুক্রবার জানিয়েছে, প্রাথমিক তদন্তে জাহাজের নিচে কোনো ছিদ্র পাওয়া যায়নি। তারা আরো জানায়, “ডান পাশ কিছুটা ঘষা খেয়েছে এবং উদ্ধার চ্যানেলের ভেতর দিয়ে কিছুটা সমুদ্রের পানি ঢুকেছে।” 

জাহাজের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি গুরুতর নয় দাবি করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি বলেও জানিয়েছে কেসিএনএ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০