ওয়াশিংটন ও বেইজিংয়ের ঊর্ধ্বতন কূটনীতিকদের ফোনালাপ

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:০২

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র ও চীনের দুই জ্যেষ্ঠ কূটনীতিক টেলিফোনে কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ফোনালাপে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়  নিয়ে আলোচনা করেছেন।

বেইজিং থেকে এএফপি এই তথ্য জানায় ।

মার্কিন উপ-পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ ও চীনের নির্বাহী উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু এই আলোচনায় অংশ নেন।

ফোনালাপটি এমন এক সময়ে হয়, যখন দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ কিছুটা শিথিল হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি  ব্রুস এক বিবৃতিতে বলেছেন, দুই কূটনীতিক ‘বিস্তৃত পরিসরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং উন্মুক্ত যোগাযোগ বজায় রাখার গুরুত্বেও একমত হন।’

ব্রুস আরও বলেছেন,‘দুই পক্ষই স্বীকার করেছেন এই দ্বিপাক্ষিক সম্পর্ক যুক্তরাষ্ট্র ও চীনের জনগণের পাশাপাশি গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সকালে এক বিবৃতিতে বলেছে, মা ঝাওসু ও ল্যান্ডাউ ‘চীন-মার্কিন সম্পর্ক এবং উভয়পক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেছেন।’

বিবৃততে আরও বলা হয়, ‘দুই দেশই যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।’

তবে ফোনালাপে আলোচনা হওয়া বিষয়গুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০