ওয়াশিংটন ও বেইজিংয়ের ঊর্ধ্বতন কূটনীতিকদের ফোনালাপ

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:০২

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র ও চীনের দুই জ্যেষ্ঠ কূটনীতিক টেলিফোনে কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ফোনালাপে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়  নিয়ে আলোচনা করেছেন।

বেইজিং থেকে এএফপি এই তথ্য জানায় ।

মার্কিন উপ-পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ ও চীনের নির্বাহী উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু এই আলোচনায় অংশ নেন।

ফোনালাপটি এমন এক সময়ে হয়, যখন দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ কিছুটা শিথিল হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি  ব্রুস এক বিবৃতিতে বলেছেন, দুই কূটনীতিক ‘বিস্তৃত পরিসরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং উন্মুক্ত যোগাযোগ বজায় রাখার গুরুত্বেও একমত হন।’

ব্রুস আরও বলেছেন,‘দুই পক্ষই স্বীকার করেছেন এই দ্বিপাক্ষিক সম্পর্ক যুক্তরাষ্ট্র ও চীনের জনগণের পাশাপাশি গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার সকালে এক বিবৃতিতে বলেছে, মা ঝাওসু ও ল্যান্ডাউ ‘চীন-মার্কিন সম্পর্ক এবং উভয়পক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেছেন।’

বিবৃততে আরও বলা হয়, ‘দুই দেশই যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।’

তবে ফোনালাপে আলোচনা হওয়া বিষয়গুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
১০