দুর্নীতির অভিযোগে সেনেগালের আরেক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:০৭
সেনেগালের সাবেক শিল্প উন্নয়নমন্ত্রী মুস্তাফা দিয়োপে। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : সেনেগালের একটি আদালত বৃহস্পতিবার সাবেক শিল্প উন্নয়নমন্ত্রী মুস্তাফা দিয়োপের বিরুদ্ধে দুর্নীতির দায়ে অভিযোগ গঠন করেছে। এ নিয়ে বিগত সরকারের চারজন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলেন। এটিকে বর্তমান প্রেসিডেন্ট বাসিরু ডিওমায়ে ফাইয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ বলে জানিয়েছে কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম।

সেনেগাল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সালের শাসনামলের মন্ত্রী মোস্তফা দিওপের বিরুদ্ধে অভিযোগ, তিনি করোনা মোকাবিলায় বরাদ্দকৃত প্রায় ৪০ লাখ ডলার তহবিলের অপব্যবহার করেছেন। যা পশ্চিম আফ্রিকার দেশটির কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল।

দিওপের ঘনিষ্ঠজনদের বরাতে জানা যায়, আদালত তাকে আটকের নির্দেশ দিয়েছে।

কোভিড-১৯ মহামারী মোকাবিলায় তহবিলের অপব্যবহারসহ দুর্নীতির অভিযোগের মুখোমুখি পাঁচজন সাবেক মন্ত্রীর একজন দিওপ। চলতি মাসের শুরুতে দেশটির পাঁচ সাবেক মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য একটি বিশেষ আদালত গঠনের নির্দেশ দেয় সেনেগালের জাতীয় পরিষদ। 

এরপর আদালত গত সোমবার সাবেক নারী বিষয়ক মন্ত্রী সালিমাতা দিওপের বিরুদ্ধে ‘অর্থ আত্মসাতের সহায়তার’ অভিযোগ আনেন। পরদিন সাবেক বিচারমন্ত্রী ইসমাইলা মাদিওর ফলের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ গঠন করা হয়।

বুধবার সাবেক খনি মন্ত্রী আইসাতো সোফি গ্লাডিমার বিরুদ্ধে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত খনি শ্রমিকদের জন্য গঠিত তহবিল থেকে ৩ লাখ ৩০হাজার ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়। 

পঞ্চম মন্ত্রী আমাদু মনসুর ফাইয়ে আগামী সপ্তাহে ওই বিশেষ আদালতে হাজির হবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০