এআই কণ্ঠে মেলানিয়ার অডিওবই

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৩:৫৪

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : সম্প্রতি এআই দিয়ে তৈরি ডিপফেইক নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এখন নিজেই প্রকাশ করলেন তার কণ্ঠের এআই সংস্করণে বর্ণিত একটি অডিওবই।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫৫ বছর বয়সি স্ত্রী বৃহস্পতিবার সামাজিক মাধ্যমের এক পোস্টে বইটির ঘোষণা দেন। সাত ঘণ্টা দীর্ঘ এই রেকর্ডিংটির মূল্য ২৫ ডলার। সেই পোস্টের সাদাকালো একটি ভিডিওতেও দেখা যায় কম্পিউটার-গ্রাফিক্সে তৈরি তার মুখ। পেছনে শোনা যায় তার মতো শোনায় এমন কণ্ঠে একটি বার্তা, ‘আমার গল্প, আমার দৃষ্টিভঙ্গি, আমার সত্য।’

ভিডিওটিতে মেলানিয়া নিজেই কথা বলছেন, নাকি কণ্ঠটি পুরোপুরি এআই নির্মিত সেটি খোলাসা করা হয়নি।

তবে একই পোস্টে তিনি বলেছেন, ‘আমি গর্বিত ‘মেলানিয়া দি এআই অডিওবুক’ টি আপনাদের সামনে হাজির করতে পেরে। এটি সম্পূর্ণরূপে আমার কণ্ঠের এআই সংস্করণে বর্ণিত।’

তিনি আরো বলেছেন, ‘প্রকাশনার ভবিষ্যৎ এখন শুরু হোক।’

অডিওবইটির ওয়েবসাইটে জানানো হয়, ‘এআই-নির্মিত প্রতিরূপ’টি মেলানিয়া ট্রাম্পের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় তৈরি হয়েছে।

ওয়েবসাইটে আরো জানায়, চলতি বছরের শেষ দিকে বইটির একাধিক বিদেশি ভাষার সংস্করণও প্রকাশ করা হবে।

এরআগে, গত অক্টোবরে মেলানিয়া ধুমধাম করে তার স্মৃতিকথার ছাপা সংস্করণ প্রকাশ করেন। তার স্বাক্ষরসংবলিত সংগ্রাহক সংস্করণটি বাজারে আসে ‘প্রিমিয়াম আর্ট পেপারে’। যার মূল্য ধরা হয় ১৫০ ডলার।

অডিওবইটি প্রকাশের ঠিক ক’দিন আগে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মেলানিয়া একটি আইন স্বাক্ষর করেন। 

আইনটিতে বাস্তব বা এআই প্রযুক্তিতে তৈরি ‘প্রতিশোধমূলক পর্নোগ্রাফি’ পোস্ট করাকে জাতীয় অপরাধ ঘোষণা করা হয়।

চলতি বছরের  মার্চে মেলানিয়া ‘টেক ইট ডাউন এ্যাক্ট’ নামের আইনের পক্ষে প্রচার চালান। স্বামী ক্ষমতায় ফিরে আসার পর এটি ছিল তার প্রথম একক প্রচারাভিযান। তিনি অনলাইনের ক্ষতিকর বিষয়, বিশেষ করে ডীপফেকের বিরুদ্ধে কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০