ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ এখন মার্কিন মালিকানায়

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ২১:০৫

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস): ৫০০ মিলিয়ন ইউরোর (৬৭০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে ব্রিটিশ ডানপন্থী সংবাদপত্র দ্য টেলিগ্রাফের মালিকানা অধিগ্রহণ করছে মার্কিন বিনিয়োগ গোষ্ঠী রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স।

লন্ডন থেকে এএফপি জানায়, শুক্রবার দ্য টেলিগ্রাফ তাদের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়েছে।

উভয় পক্ষ যৌথ এক বিবৃতিতে বলেছে, রেডবার্ড দ্য টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ (টিএমজি) কেনার জন্য একটি ‘নীতিগত চুক্তি’ করেছে। ১৭০ বছরের পুরনো এ দৈনিক পত্রিকা মুদ্রণের পাশাপাশি বর্তমানে অনলাইন সংস্করণেও প্রকাশিহ হচ্ছে।

২০২৩ সালের শেষের দিকে আবুধাবি-ভিত্তিক  যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআই দ্য টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ (টিএমজি) কেনার ব্যাপারে একটি চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানটিতে যুক্তরাজ্যের পূর্ববর্তী রক্ষণশীল সরকারের হস্তক্ষেপ ছিল। তারা রেডবার্ড আইএমআই এর কাছে মালিকানা হস্তান্তর নিয়ে আপত্তি জানায়। 

প্রেস সেন্সরশিপ নিয়ে আবুধাবির আগের রেকর্ডের কারণে যুক্তরাজ্যের তখনকার সরকার আশঙ্কা করে, সংবাদ মাধ্যমটির স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করতে পারে। তাই ব্রিটিশ সরকার দ্রুত পুনঃবিক্রয়ের জন্য নিলাম আহ্বান করে।

রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স শুক্রবার বলেছে, টিএমজি’র সঙ্গে সম্পাদিত চুক্তিটি সংবাদ মাধ্যমটির ‘নিয়ন্ত্রণে একক মালিকানা’ এবং ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত এ ঐহিত্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে।

গ্রুপটি জানায়, রেডবার্ডের প্রবৃদ্ধি কৌশলে ডিজিটাল কার্যক্রম, সাবস্ক্রিপশন ও সাংবাদিকতায় মূলধন বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকবে। তারা দ্য টেলিগ্রাফকে বিশ্বজুড়ে সম্প্রসারিত করার লক্ষ্যে কাজ করবে।

গ্রুপটি আরও জানায়, তারা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের জন্য প্রিন্ট মিডিয়ার দক্ষতা ও দ্য টেলিগ্রাফের সম্পাদকীয় মূল্যবোধ সমুন্নত রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য-ভিত্তিক ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০