ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে দেশটিতে আবহাওয়া তথ্য নথিভুক্ত করার কার্যক্রম শুরু হওয়ার পর শুক্রবার মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দুবাই থেকে এএফপি জানায়, শুক্রবার সংস্থাটি এক্সে এক পোস্টে জানিয়েছে, আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ২ টা ৩০ মিনিটে আল শাওমেখ (আবুধাবি) তে তাপমাত্রা ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।