ভারত নিয়ন্ত্রিত নদীর পানি পাকিস্তান পাবে না : নরেন্দ্র মোদি

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:১৫

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস ) : ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে ইসলামাবাদকে প্রতিটি সন্ত্রাসী হামলার চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার জেরে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। দুই দেশের মধ্যে সম্প্রতি সংঘাত থেমে গেলেও পাল্টা-পাল্টি হুমকি আর কথার লড়াইয়ে উত্তপ্ত গোটা অঞ্চল।

নয়াদিল্লি থেকে এএফপি এই খবর জানায় স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাজস্থানে এক সমাবেশে নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের নিয়ন্ত্রিত নদীগুলোর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না। ইসলামাবাদকে সন্ত্রাসের মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসলামাবাদ প্রতিবেশী দেশের সঙ্গে পানিবণ্টন নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। তবে ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরনো চুক্তি মেনে চলতে হবে।

গত মাসে কাশ্মীরে হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। ওই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করেছে। তবে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানে পানি প্রবেশ বন্ধ করার যেকোনো পদক্ষেপ দেশটিতে ভয়াবহ প্রভাব পড়বে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু চুক্তিতে ভারত থেকে প্রবাহিত তিনটি নদীর ৮০ শতাংশ পাকিস্তানের কৃষিজমির জন্য পানির নিশ্চয়তা দেয়।

পেহেলগামে হামলার জেরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতে জড়ায়। ১০ মে তারা একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এদিকে, সাম্প্রতিক লড়াইয়ে ভারতের পরাজয় হয়েছে বলে আবারো দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। নয়াদিল্লি এই পরাজয় কোনোদিন ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও জানান শেহবাজ।

এর আগে, পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাসে আত্মঘাতী হামলার ঘটনায় ভারতকে দোষারোপ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, বেলুচ লিবারেল আর্মি ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান উভয়ই ভারতের প্রক্সি। শিগগিরই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এ বিষয়ে প্রমাণ হাজির করবে বলেও জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০