সিরিয়ার ওপর থেকে পূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:৩১

 

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান ও নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশটির ওপর থেকে পূর্ণাঙ্গ অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এক যুগেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর এটি একটি নাটকীয় নীতিগত পরিবর্তন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘সিরিয়াকে এখন একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হতে হবে, আর আজকের এই পদক্ষেপ দেশটিকে উজ্জ্বল, সমৃদ্ধ ও স্থিতিশীল ভবিষ্যতের পথে নিয়ে যাবে বলে আমরা আশা করি।’

এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের সপ্তাহের ঘোষণাই আনুষ্ঠানিক রূপ পেল।

মধ্যপ্রাচ্য সফরের সময় ট্রাম্প আচমকা ঘোষণা দেন যে, তুরস্ক ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে তিনি সিরিয়ার ওপর থেকে ‘নৃশংস ও পঙ্গু করে দেওয়া’ আসাদ যুগের অবরোধ তুলে নিচ্ছেন।

মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সিরিয়ার নতুন সরকার এখন বিনিয়োগ গ্রহণ করতে পারবে, তবে শর্ত থাকবে—দেশটি কোনো জঙ্গি সংগঠনকে আশ্রয় দেবে না এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।

একইসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক আদেশ জারি করেছে, যার ফলে সিরিয়ার পুনর্গঠনে বিদেশি মিত্র ও সহযোগী দেশগুলোর অংশগ্রহণে আর কোনো বাধা থাকছে না। এতে দেশটিতে ব্যবসা-বিনিয়োগের নতুন দ্বার খুলে যাচ্ছে।

এই অনুমোদনের আওতায় রয়েছে সিরিয়ায় নতুন বিনিয়োগ, আর্থিক সেবা প্রদান এবং দেশটির খনিজ তেল সম্পর্কিত লেনদেন। এছাড়া সিরিয়ার নতুন সরকার ও পূর্বে নিষিদ্ধ ঘোষিত কিছু সংস্থার সঙ্গে লেনদেনও এখন থেকে বৈধ।

১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধকালে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আসাদ ক্ষমতায় থাকার যতদিন, দেশটির পুনর্গঠন কার্যক্রমে অংশগ্রহণকারীদেরও শাস্তি দেওয়ার হুমকি দিয়েছিল ওয়াশিংটন।

তবে ইসলামপন্থীদের নেতৃত্বে পরিচালিত এক রাজনৈতিক অভিযানে আসাদ সরকার পতনের পর দেশটির নতুন প্রশাসন পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০