সার্বিয়ার পুলিশের সাথে সংঘর্ষে অভিবাসী নিহত

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:৪৩ আপডেট: : ২৪ মে ২০২৫, ১০:৪৬

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : ক্রোয়েশিয়ার সীমান্তের কাছে একটি অভিবাসী শিবিরের কাছে নিয়ন্ত্রণ অভিযানের সময় সার্বিয়ার পুলিশের সাথে গুলি বিনিময়ে এক অভিবাসী নিহত হয়েছেন।  শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বেলগ্রেড থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিড শহর এবং ক্রোয়েশিয়াা সীমান্তের মধ্যে ‘অভিবাসী চলাচলের ওপর নিয়ন্ত্রণ’ চলাকালীন অভিযানের সময় এ ঘটনা ঘটে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘অভিযান চলাকালীন সময়ে অনিয়মিত অভিবাসীরা পুলিশের উপর গুলি চালায়। গুলি চলাকালীন একজন অভিবাসী মারা যায় এবং ঘটনাস্থল থেকে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং পুলিশ তাদের খুঁজছে। 

প্রতি বছর হাজার হাজার এশিয়ার এবং আফ্রিকার অভিবাসী পশ্চিম বলকান অতিক্রম করে পশ্চিম ইউরোপে প্রবেশের চেষ্টা করে। 

সার্বিয়ার এবং বসনিয়ার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে অপরাধী চক্রগুলো অভিবাসীদের অবৈধভাবে প্রবেশের ব্যবস্থা করার জন্য সীমান্তবর্তী এলাকায় শিবির স্থাপন করেছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, সার্বিয়া ২০২৪ সালে সারা দেশে শরণার্থী  কেন্দ্রগুলোতে প্রায় ২০ হাজার অভিবাসীর উপস্থিতি রেকর্ড করেছে, যা আগের বছরের তুলনায় ৮২ শতাংশ কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০