যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাস কর্মী নিহতের ঘটনায় নিরাপত্তা জোরদার

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:০৭

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহতের ঘটনায় শহরটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার বিভিন্ন স্কুল ও উপাসনালয়ে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নিহতরা হলেন ইসরাইলি নাগরিক ইয়ারন লিশিনস্কি ও মার্কিন নাগরিক সারাহ লিন মিলগ্রিম। তারা শিগগিরই বিয়ে করতে যাচ্ছিলেন।

গত বুধবার একটি ইহুদি জাদুঘরের সামনে হামলাকারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীকে (৩১) ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ইলিয়াস রুদ্রিগেজ। তিনি শিকাগোর বাসিন্দা। আটকের সময় তিনি চিৎকার করে বলেন, ‘ফ্রি প্যালেস্টাইন’ (ফিলিস্তিন মুক্ত করো)। এই ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদি বিদ্বেষ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের প্রধান পামেলা স্মিথ বলেন, ‘ওয়াশিংটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।  বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুলে এই উপস্থিতি চোখে পড়ার মতো।’

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের ইহুদি সম্প্রদায়ের পাশে আছি।’

পুলিশ জানায়, ঘটনাটি সন্ত্রাসী কার্যক্রম ও ঘৃণ্য অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। আসামির প্রাথমিক শুনানি হবে ১৮ জুন।

হোয়াইট হাউস থেকে মাত্র এক মাইল দূরে ঘটা এই ঘটনাটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই ইহুদি বিদ্বেষমূলক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে উল্লেখ করেছেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।

ইসরাইল জানায়, গাজায় তাদের অভিযানের বিরুদ্ধে ইউরোপের সমালোচনা এই হামলার পথ তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০