ক্যাম্বোডিয়ায় গরু সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৩:২৮

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : ক্যাম্বোডিয়ায় হেলিকপ্টার ব্যবহার করে ১৬টি সংকটাপন্ন ‘বানটেং’ প্রজাতির বন্য গরুকে ট্রাকে তোলা হয়েছে—দেশটিতে এই প্রথম এমন অভিযান চালানো হলো। সংরক্ষণকর্মীরা একে ‘গুরুত্বপূর্ণ অর্জন’ হিসেবে দেখছেন, যেখানে বন উজাড়ের হার অত্যন্ত উদ্বেগজনক।

নম পেন থেকে এএফপি জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্বাভাবিকভাবে পাওয়া যায় বানটেং, যাদের বৈজ্ঞানিক নাম বস জাভানিকাস। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইসিইউএন)-এর রেড লিস্ট অনুযায়ী প্রাণীগুলো অতিগুরুতর সংকটাপন্ন প্রজাতির তালিকায় রয়েছে।

এদের আবাসস্থল মূলত বন ও তৃণভূমি, তবে শিকার, গাছ কাটা এবং শিল্প কার্যক্রমের কারণে বন্য পরিবেশে এখন হাতে গোনা কয়েক হাজার বানটেং বেঁচে আছে।

গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে ক্যাম্বোডিয়ায় ৩৩ শতাংশ বনভূমি হারিয়ে গেছে। অনেক সংরক্ষিত এলাকাও সরকারি অনুমোদনে বেসরকারি খাতে তুলে দেওয়া হয়েছে।

‘রাইজিং ফিনিক্স’ ও ‘সিয়েম পাং’ নামের দুটি সংরক্ষণ সংস্থা জানায়, গত সপ্তাহে তিনদিন ধরে পরিচালিত অভিযানে সিয়েম পাং এলাকায় ১৬টি বানটেংকে ‘মাস-ক্যাপচার ফানেল ট্র্যাপ’-এর মাধ্যমে একটি ট্রাকে তোলা হয়।

প্রথমবারের মতো হেলিকপ্টারের মাধ্যমে তাদের ফানেলের দিকে ধাওয়া দেওয়া হয়। পরে ট্রাকযোগে বানটেংগুলোকে স্থানান্তর করা হয় সিয়েম পাং বন্যপ্রাণী অভয়ারণ্যে, যেখানে তাদের নিরাপদে পর্যবেক্ষণে রাখা হবে।

সংস্থাগুলো বলেছে, এই পদ্ধতিটি এখন থেকে দেশজুড়ে বিচ্ছিন্ন বনাঞ্চলে আটকে থাকা বানটেংদের উদ্ধার ও স্থানান্তরের নতুন পথ উন্মোচন করল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০