সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৩৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা। জলবায়ু পরিবর্তনে তীব্র ঝুঁকিপূর্ণ মরুভূমির এই দেশটিতে কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপমাত্রার পর এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

অতিরিক্ত তাপমাত্রার কারণে শুক্রবারের নামাজে মুসল্লিরা দুর্বল বোধ এবং অস্থিরতার অনুভব করার কথা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাত এমন একটি দেশ যেখানে তাপমাত্রা অত্যন্ত বেশি।

বিশ্বের অন্যতম উষ্ণতম অঞ্চলে অবস্থিত তেল সমৃদ্ধ উপসাগরীয় রাষ্ট্রের রাজধানী আবুধাবির একটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

২৬ বছর বয়সী একজন বাসিন্দা বলেন, ‘আজ আবহাওয়া অত্যন্ত গরম ছিল, ‘অসহনীয়’। গরমের কারণে মসজিদে দেরিতে পৌঁছেছেন এবং বাইরে নামাজ পড়তে হয়েছে বলে তিনি জানান।

তিনি তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ শেষে আমি ঘামে ভিজে গিয়েছিলাম’। তিনি আরো বলেন, তার মনে হচ্ছিল তিনি ‘অজ্ঞান হয়ে যাবেন’।

জাতীয় আবহাওয়া কেন্দ্র এএফপিকে জানিয়েছে, ২০০৩ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে মে মাসে ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস (১২২.৭ ফারেনহাইট) সর্বোচ্চ তাপমাত্রা, যা ২০০৯ সালের সর্বোচ্চ ৫০.২ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক এবং ২০২৩ সালে কপ২৮ জলবায়ু আলোচনার আয়োজক সংযুক্ত আরব আমিরাত, এপ্রিল মাসে গড়ে দৈনিক সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।

শুক্রবার এনএমসি বাসিন্দাদের নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে, তাদের রোদ থেকে দূরে থাকার, প্রচুর পরিমাণে তরল পান করার, উপযুক্ত পোশাক পরার এবং সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দিয়েছে।

শুক্রবারের তাপমাত্রার সাথে আবুধাবির কিছু অংশে ৮০ শতাংশ পর্যন্ত উচ্চ আর্দ্রতা ছিল।

গত ২০২২ সালে গ্রিনপিসের এক গবেষণা অনুসারে, জলবায়ু পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্য পানি ও খাদ্য ঘাটতির পাশাপাশি তীব্র তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতসহ ছয়টি দেশের ওপর তৈরি এই প্রতিবেদনে দেখা গেছে, এই অঞ্চলটি বিশ্বব্যাপী গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ দ্রুত উষ্ণ হচ্ছে, যার ফলে এর খাদ্য ও পানি সরবরাহ জলবায়ু পরিবর্তনের জন্য ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০