ফ্রান্সে ট্যাক্সিচালকদের আন্দোলন: সংস্কার পরিকল্পনা পুনর্বিবেচনার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১০:৩১

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : ট্যাক্সিচালকদের সঙ্গে চলমান বিরোধের মধ্যে ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু শনিবার ঘোষণা দিয়েছেন, তিনি একটি বিতর্কিত সংস্কার পরিকল্পনা পুনর্বিবেচনা করবেন।

ট্যাক্সিচালকরা হুমকি দিয়েছেন, তাদের দাবি না মানা হলে তারা প্যারিসের বিমানবন্দর ও রোলাঁ গারোঁ টেনিস টুর্নামেন্টের প্রবেশপথ অবরোধ করবেন।

প্যারিস থেকে এএফপি জানায়, গত এক সপ্তাহ ধরে ফ্রান্সজুড়ে নানা জায়গায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়ে আসছেন ট্যাক্সিচালকরা। মূলত রোগী পরিবহনের বিনিময়ে সরকার থেকে পাওয়া অর্থের নিয়ম পরিবর্তন নিয়েই এই বিরোধ। বহু চালকের আয়ের বড় একটি অংশই এ খাত থেকে আসে।

প্রধানমন্ত্রী বাইরু ট্যাক্সি ফেডারেশনগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, 'আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা প্রস্তাবিত সিদ্ধান্ত, ব্যবস্থাপনা ও করণীয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করব। তাদেরও কিছু সাশ্রয়ী প্রস্তাব রয়েছে।'

এর আগে শনিবার, চালকরা হুমকি দেন যে তারা প্যারিসের প্রধান বিমানবন্দরগুলো এবং রোববার শুরু হতে যাওয়া রোলাঁ গারোঁ টেনিস টুর্নামেন্ট অবরোধ করবেন।

বিকালে প্রায় ১,২০০ ট্যাক্সি প্যারিসের পরিবহন মন্ত্রণালয়ের অফিস সংলগ্ন একটি প্রধান সড়কে পার্ক করে অবস্থান নেয়।

চালকদের প্রধান দাবি, অক্টোবরে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম বাতিল করতে হবে। নিয়মটি অনুযায়ী, রোগী পরিবহনের জন্য ফি সারাদেশে সমানভাবে নির্ধারণ করা হবে, যা চালকদের মতে তাদের আয়ে গুরুতর প্রভাব ফেলবে।

জাতীয় ট্যাক্সি ফেডারেশনের (এফএনডিটি) সভাপতি ইমানুয়েল কর্দিয়ে শনিবার সকালে ফ্রান্স ইনফো রেডিওকে বলেন, 'আমরা এই চুক্তি তাৎক্ষণিক প্রত্যাহার করার এবং আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছি।'

এছাড়াও উবার ও বোল্টের মতো রাইড-শেয়ারিং সেবাগুলোর বিরুদ্ধে আগের ক্ষোভও আবার ফিরে এসেছে। ট্যাক্সিচালকরা এসব সেবা প্রতিষ্ঠান যথাযথভাবে নিয়ন্ত্রিত না হওয়াকে একপ্রকার হুমকি হিসেবে দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
১০