ইস্তানবুলে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী নেতার সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১১:৩৫

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির অন্তর্বর্তী নেতা আহমেদ আল-শারা শনিবার তুরস্ক সফর করেছেন এবং ইস্তানবুলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অর্নির্ধারিতভাবে এ সফরটি অনুষ্ঠিত হয়।

আঙ্কারা থেকে এএফপি জানায়, গত ডিসেম্বরে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা বাশার আল-আসাদকে উৎখাত করে ক্ষমতায় আসে সিরিয়ার নতুন ইসলামপন্থী নেতৃত্ব। এর পর থেকে তারা দেশ পুনর্গঠন এবং অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে আঙ্কারা এ নতুন নেতৃত্বের অন্যতম প্রধান সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, শনিবার ইস্তানবুলে প্রেসিডেন্ট এরদোয়ানের কার্যালয়ের বাইরে আল-শারাকে স্বাগত জানান তিনি। তুরস্কের বেসরকারি টেলিভিশন এনটিভি জানায়, দুই নেতার বৈঠক প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়।

সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের তথ্য অনুযায়ী, শারার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন এবং তুর্কি কর্মকর্তাদের সঙ্গে একাধিক যৌথ বিষয় নিয়ে আলোচনা হয়।

আনাদোলুর বরাতে জানা গেছে, তুরস্কের বৈঠকে অংশগ্রহণকারী অন্যদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং রাষ্ট্রীয় প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান।

আসাদ সরকারের পতনের পর নতুন সিরীয় প্রশাসন পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে উদ্যোগী হয়। তবে দেশটির নেতৃত্বে ইসলামপন্থি ব্যক্তিদের উপস্থিতির কারণে শুরুতে কিছু রাষ্ট্র সন্দেহপ্রবণ ছিল।

তবে চলতি মাসের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়।

এরদোয়ান ও আল-শারা উভয়েই সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তুরস্কের অবস্থান অনুযায়ী, তারা উত্তর-পূর্ব সিরিয়া থেকে বিদেশি কুর্দি যোদ্ধাদের বহিষ্কারের আহ্বান জানিয়েছে এবং পাশের রাষ্ট্র হিসেবে সিরিয়ায় জিহাদিবাদীদের মোকাবেলায় সহায়তা করতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০