নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ডাকাতের হামলায় বহু মানুষ নিহত

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:২০

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দুটি এলাকায় সশস্ত্র ডাকাতদের সন্দেহজনক হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় রাজ্যের গভর্নর ও গ্রামবাসীরা জানিয়েছেন।

জস, নাইজেরিয়া থেকে এএফপি জানিয়েছে, তারাবা রাজ্যের গভর্নর আগবু কেফাস এক বিবৃতিতে জানান, শনিবার ভোরে কারিম লামিদো জেলায় অসংখ্য মানুষ নিহত ও সম্পদ নষ্ট হয়েছে। গভর্নর নির্দিষ্ট করে সংখ্যা না জানালেও মুঙ্গা ও মাগানি গ্রামের বাসিন্দারা জানান, মৃতের সংখ্যা প্রায় ৩০।

মাগানি গ্রামের বাসিন্দা মোসেস কেফাস বলেন, ‘রাতের মাঝখানে গুলির শব্দ শুনে আমি, আমার ভাই ও এলাকার অন্যদের জাগিয়ে তুলি। দস্যুরা চলে যাওয়ার পর ফিরে এসে দেখি, গ্রামে ১৬টি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।’

মুঙ্গা গ্রামের বাসিন্দা অ্যান্ড্রু জন বলেন, ‘আমি আমাদের গ্রামে প্রায় ১৩টি মৃতদেহ দেখেছি।’

গভর্নর কেফাস এই সহিংসতাকে ‘ভয়াবহ ও অগ্রহণযোগ্য’ বলে কঠোরভাবে নিন্দা জানান।

সম্প্রতি এই এলাকায় একাধিকবার সশস্ত্র দস্যুরা হামলা চালিয়েছে। সাধারণত এ ধরনের দস্যুরা গ্রামে হামলা চালিয়ে মানুষ হত্যা বা অপহরণ করে মুক্তিপণ দাবি করে এবং লুটপাট শেষে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা বেশি ঘটে।

নিহতদের এ ঘটনা উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান প্রাণঘাতী সহিংসতার সর্বশেষ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গিরা এ অঞ্চলে হামলা বাড়িয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
১০