নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ডাকাতের হামলায় বহু মানুষ নিহত

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:২০

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দুটি এলাকায় সশস্ত্র ডাকাতদের সন্দেহজনক হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় রাজ্যের গভর্নর ও গ্রামবাসীরা জানিয়েছেন।

জস, নাইজেরিয়া থেকে এএফপি জানিয়েছে, তারাবা রাজ্যের গভর্নর আগবু কেফাস এক বিবৃতিতে জানান, শনিবার ভোরে কারিম লামিদো জেলায় অসংখ্য মানুষ নিহত ও সম্পদ নষ্ট হয়েছে। গভর্নর নির্দিষ্ট করে সংখ্যা না জানালেও মুঙ্গা ও মাগানি গ্রামের বাসিন্দারা জানান, মৃতের সংখ্যা প্রায় ৩০।

মাগানি গ্রামের বাসিন্দা মোসেস কেফাস বলেন, ‘রাতের মাঝখানে গুলির শব্দ শুনে আমি, আমার ভাই ও এলাকার অন্যদের জাগিয়ে তুলি। দস্যুরা চলে যাওয়ার পর ফিরে এসে দেখি, গ্রামে ১৬টি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।’

মুঙ্গা গ্রামের বাসিন্দা অ্যান্ড্রু জন বলেন, ‘আমি আমাদের গ্রামে প্রায় ১৩টি মৃতদেহ দেখেছি।’

গভর্নর কেফাস এই সহিংসতাকে ‘ভয়াবহ ও অগ্রহণযোগ্য’ বলে কঠোরভাবে নিন্দা জানান।

সম্প্রতি এই এলাকায় একাধিকবার সশস্ত্র দস্যুরা হামলা চালিয়েছে। সাধারণত এ ধরনের দস্যুরা গ্রামে হামলা চালিয়ে মানুষ হত্যা বা অপহরণ করে মুক্তিপণ দাবি করে এবং লুটপাট শেষে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা বেশি ঘটে।

নিহতদের এ ঘটনা উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান প্রাণঘাতী সহিংসতার সর্বশেষ উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গিরা এ অঞ্চলে হামলা বাড়িয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০