হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের পক্ষে ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ২০:৩৮
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে সরকারের সিদ্ধান্ত আদালত স্থগিত করার পরও তা যুক্তিসঙ্গত বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রাম্প তার প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করে সাফাই গেয়েছেন। 

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, হার্ভার্ড কেন বলছে না  তাদের প্রায় ৩১ শতাংশ শিক্ষার্থী বিদেশি? এসব শিক্ষার্থী যেসব দেশ থেকে এসেছে, কিছু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মোটেও বন্ধুত্বপূর্ণ নয়। তারা এ শিক্ষার্থীদের শিক্ষার জন্য কোনো আর্থিক সহায়তা দেয় না, ভবিষ্যতেও দেওয়ার ইচ্ছা নেই।

তিনি বলেন, আমরা জানতে চাই কারা এই বিদেশি শিক্ষার্থী? এটি একটি যুক্তিসঙ্গত অনুরোধ। কেননা আমরা হার্ভার্ডকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছি, কিন্তু হার্ভার্ড ঠিকভাবে এগিয়ে আসছে না।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাতিল ঘোষণা করেন। এতে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং তাদের লাভজনক আয়ের ধারা অনিশ্চিত হয়ে পড়ে।

গত মাসে তিনি হুমকি দেন, যদি বিশ্ববিদ্যালয়টি ভিসাধারীদের ‘অবৈধ ও সহিংস কার্যকলাপ’ সম্পর্কিত নথিপত্র জমা না দেয়, তাহলে তিনি সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের ‘স্বেচ্ছাচারী, খামখেয়ালী, বেআইনি ও অসাংবিধানিক পদক্ষেপ’ বন্ধ করার
জন্য মামলা দায়ের করেন। পরে ডিস্ট্রিক্ট বিচারক অ্যালিস বারাস এ পদক্ষেপ কার্যকরে সাময়িক স্থগিতাদেশ জারি করেন।

হোয়াইট হাউস মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বিভিন্ন দিক থেকে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ইহুদিবিদ্বেষ মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ। এছাড়া নিজেদের ভর্তি ও নিয়োগুসংক্রান্ত চর্চায় পরিবর্তন এনেছে তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয়টি।

ভিসা বাতিল ও গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে জড়িত বিদেশি শিক্ষার্থীদের বহিষ্কার করারও পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে সমর্থন করার অভিযোগও আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০