ইসরাইলি হামলায় গাজায় ৮ জন নিহত 

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৯:৫৪ আপডেট: : ২৬ মে ২০২৫, ১০:৪২

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : গাজার উদ্ধারকারীরা জানিয়েছেন, গতকাল রোববার ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরাইলি বিমান হামলায় ৮জন নিহত এবং আরো বেশ কয়েক জন আহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, উত্তর জাবালিয়ার একটি বাড়িতে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। 

গাজা সিটি থেকে এএফপি এই খবর জানায়।

তিনি আরো বলেছেন, কিছু লোক এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। কারণ, ‘আহতদের উদ্ধার এবং নিহদের পুনরুদ্ধারের জন্য বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কাছে ধ্বংসস্তূপ উত্তোলনের জন্য অনুসন্ধান সরঞ্জাম বা ভারী সরঞ্জাম নেই।’

বাসাল আরো বলেছেন, মধ্য গাজার নুসাইরাতের আশপাশে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য তাঁবুকে টার্গেট করে হামলায় একজন গর্ভবতী মহিলাসহ আরো দুইজন নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিসেও এক হামলায় একজন নিহত হয়েছেন বলে বাসাল জানিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

সাম্প্রতিক দিনগুলোতে সেনাবাহিনী গাজায় তাদের অভিযান জোরদার করেছে, যাকে তারা হামাসকে ধ্বংস করার জন্য নতুন করে অভিযান বলে বর্ণনা করেছে।

শনিবার বিকেলে, সেনাবাহিনী জানিয়েছে, তারা গত দিনে গাজা জুড়ে ১শ’ টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এই অঞ্চলে কমপক্ষে ৩,৭৮৫ জন নিহত হয়েছেন। এর ফলে যুদ্ধে মোট বেসামরিক নাগরিকের মৃতের সংখ্যা ৫৩,৯৩৯ দাঁড়িয়েছে জনে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

সরকারী পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণের ফলে ১,২১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করেছে, যাদের মধ্যে ৫৭ জন গাজায় রয়ে গেছে এবং ৩৪ জন নিহত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০