ইসরাইলি হামলায় গাজায় ৮ জন নিহত 

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৯:৫৪ আপডেট: : ২৬ মে ২০২৫, ১০:৪২

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : গাজার উদ্ধারকারীরা জানিয়েছেন, গতকাল রোববার ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরাইলি বিমান হামলায় ৮জন নিহত এবং আরো বেশ কয়েক জন আহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, উত্তর জাবালিয়ার একটি বাড়িতে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। 

গাজা সিটি থেকে এএফপি এই খবর জানায়।

তিনি আরো বলেছেন, কিছু লোক এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। কারণ, ‘আহতদের উদ্ধার এবং নিহদের পুনরুদ্ধারের জন্য বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কাছে ধ্বংসস্তূপ উত্তোলনের জন্য অনুসন্ধান সরঞ্জাম বা ভারী সরঞ্জাম নেই।’

বাসাল আরো বলেছেন, মধ্য গাজার নুসাইরাতের আশপাশে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য তাঁবুকে টার্গেট করে হামলায় একজন গর্ভবতী মহিলাসহ আরো দুইজন নিহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিসেও এক হামলায় একজন নিহত হয়েছেন বলে বাসাল জানিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

সাম্প্রতিক দিনগুলোতে সেনাবাহিনী গাজায় তাদের অভিযান জোরদার করেছে, যাকে তারা হামাসকে ধ্বংস করার জন্য নতুন করে অভিযান বলে বর্ণনা করেছে।

শনিবার বিকেলে, সেনাবাহিনী জানিয়েছে, তারা গত দিনে গাজা জুড়ে ১শ’ টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এই অঞ্চলে কমপক্ষে ৩,৭৮৫ জন নিহত হয়েছেন। এর ফলে যুদ্ধে মোট বেসামরিক নাগরিকের মৃতের সংখ্যা ৫৩,৯৩৯ দাঁড়িয়েছে জনে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

সরকারী পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণের ফলে ১,২১৮ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করেছে, যাদের মধ্যে ৫৭ জন গাজায় রয়ে গেছে এবং ৩৪ জন নিহত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০