অস্ট্রেলিয়ার ডারউউন বন্দর পুনঃক্রয়ের উদ্যোগে কড়া সমালোচনা চীনের

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১১:১৬

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ একটি নৌবন্দর পরিচালনায় নিয়োজিত চীনা কোম্পানিকে বাধা দেওয়ার উদ্যোগের নিন্দা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়াও কিয়ান। তিনি এই উদ্যোগকে "নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ" বলেও মন্তব্য করেছেন।

সিডনি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

২০১৫ সালে উত্তরাঞ্চলীয় ডারউইন বন্দরটি ৯৯ বছরের জন্য চীনের ল্যান্ডব্রিজ গ্রুপকে ইজারা দেওয়া হয়। সে সময় এ সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরবর্তীতে বড় ধরনের অবকাঠামো বিক্রির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে অস্ট্রেলিয়া সরকার।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গত মাসে বলেন, বন্দরটি ‘অস্ট্রেলিয়ানদের হাতে’ থাকা উচিত এবং এই ‘কৌশলগত সম্পদের’ নিয়ন্ত্রণ নিতে পুনরায় কিনে নেওয়ারও প্রতিশ্রুতি দেন।

যদিও চীনা রাষ্ট্রদূত শিয়াও কিয়ান ল্যান্ডব্রিজের সঙ্গে করা চুক্তির প্রতি সম্মান দেখাতে ক্যানবেরার প্রতি আহ্বান জানিয়েছেন। চীনের বাইরে বিনিয়োগ ও সম্প্রসারণে মনোযোগী এই বৃহৎ জ্বালানি ও অবকাঠামোভিত্তিক কোম্পানিকে নিয়ে তিনি বলেন, “এ ধরনের একটি প্রতিষ্ঠান ও প্রকল্প উৎসাহ পাওয়ার যোগ্য, শাস্তির নয়।” 

চীনা দূতাবাসের ওয়েবসাইটে সপ্তাহান্তে প্রকাশিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত আরো বলেন, ‘অলাভজনক অবস্থায় বন্দরটি ইজারা দিয়ে এবং লাভজনক হয়ে উঠলে সেটি ফেরত নেওয়ার চেষ্টা করা নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ।’

এদিকে, প্রধানমন্ত্রী আলবানিজ তার দেশের সাবেক রক্ষণশীল সরকারের সমালোচনা করে বলেন, তারা দেশের এই গুরুত্বপূর্ণ বন্দরটিকে “চীনা সরকারের সঙ্গে সম্পৃক্ত একটি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে।”

ডারউইন বন্দরটি অস্ট্রেলিয়ার এশীয় প্রতিবেশীদের সবচেয়ে কাছাকাছি অবস্থিত এবং মার্কিন মেরিন সেনাদের ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। 

চুক্তির সময়, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিযোগ করেছিলেন যে ল্যান্ডব্রিজের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যবসা করার পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনকে কিছুই জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
১০