ভারতের মুম্বাইয়ে আগাম বর্ষা, বৃষ্টির দাপটে জলাবদ্ধতা

বাসস
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৯:০৩
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস): ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সোমবার স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই সপ্তাহ আগে প্রবল মৌসুমী বৃষ্টিপাতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

মুম্বাই থেকে এএফপি জানায়, সাধারণত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বর্ষা শুরু হয় জুনের শুরুতে। এই বৃষ্টি একদিকে যেমন কৃষকের জন্য আশীর্বাদস্বরূপ, তেমনি শহরাঞ্চলে প্রতি বছরই তা পরিবহনব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের মুম্বাই শাখার প্রধান শুভাঙ্গী ভূঁটে জানান, ২০১১ সাল থেকে তারা যে রেকর্ড রাখছেন, তার মধ্যে এবারই সবচেয়ে আগেভাগে বর্ষা শুরু হয়েছে।

তিনি বলেন, 'এর আগে এত আগে কখনোই মহারাষ্ট্রে বর্ষা আসেনি, অন্তত গত ১৪ বছরের মধ্যে এবারই সবচেয়ে আগে এসেছে।'

দক্ষিণ এশিয়ায় তাপমাত্রা ক্রমশ বাড়ছে, এবং গত কয়েক বছরে আবহাওয়া-প্যাটার্নে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে এই জটিল মৌসুমী ব্যবস্থার ওপর বৈশ্বিক উষ্ণতা কীভাবে প্রভাব ফেলছে, তা এখনও বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত নন।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হলো বিশালাকৃতির সামুদ্রিক বাতাস, যা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় বার্ষিক বৃষ্টিপাতের ৭০-৮০ শতাংশ সরবরাহ করে।

গ্রীষ্মের তাপে উপমহাদেশের স্থলভাগ উত্তপ্ত হয়ে গেলে বায়ু ওপরে উঠে এবং তার ফলে ভারত মহাসাগর থেকে ঠাণ্ডা বাতাস টানে, যা বিপুল পরিমাণ বৃষ্টি নিয়ে আসে।

এই বর্ষা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এটি কোটি কৃষকের জীবিকা ও খাদ্য নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

তবে প্রতি বছর বর্ষা ভূমিধস ও বন্যার মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণও হয়।

ভারতে সাধারণত বর্ষা জুনের ১ তারিখের দিকে দক্ষিণাঞ্চলীয় কেরালায় প্রবেশ করে এবং জুলাইয়ের শুরুতে দেশের উত্তর পর্যন্ত ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রে এই বৃষ্টি সাধারণত ৭ জুনের দিকে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০