ইউক্রেনকে অস্ত্র সরবরাহে পাল্লা সীমা তুলে নেওয়া ‘অত্যন্ত বিপজ্জনক’: ক্রেমলিন

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৯:৫৪

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেনকে সরবরাহকৃত অস্ত্রে পাল্লা সীমা তুলে নেওয়ার পশ্চিমাদের সম্ভাব্য সিদ্ধান্তকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। জার্মানি ঘোষণা দিয়েছে, কিয়েভের মিত্ররা অস্ত্র সরবরাহে আর কোনো সীমা আরোপ করছে না।

মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সাংবাদিক আলেক্সান্দার ইউনাশেভকে বলেন, ‘যদি এ ধরনের সিদ্ধান্ত সত্যিই নেওয়া হয়ে থাকে, তবে তা আমাদের রাজনৈতিক (শান্তি) সমাধানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত। এই সিদ্ধান্তগুলো অত্যন্ত বিপজ্জনক, যদি তা সত্যিই গ্রহণ করা হয়ে থাকে।’

সাম্প্রতিকভাবে নির্বাচিত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী জার্মানিসহ পশ্চিমা প্রধান মিত্ররা আর অস্ত্রের পাল্লা সীমাবদ্ধ রাখছে না।

তিনি বলেন, ‘ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্রে এখন আর কোনো পাল্লা সীমাবদ্ধতা নেই—না ব্রিটিশদের, না ফরাসিদের, না আমাদের, না আমেরিকানদের।’

পূর্ববর্তী মধ্য-বামপন্থী চ্যান্সেলর ওলাফ শোলৎজের নেতৃত্বাধীন জার্মান সরকার কিয়েভকে শক্তভাবে সমর্থন দিলেও, দূরপাল্লার টাউরাস ক্ষেপণাস্ত্র পাঠাতে দ্বিধা করেছিল, কারণ এতে পারমাণবিক শক্তিধর রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা ছিল।

এর আগে মস্কো হুঁশিয়ারি দিয়েছিল, ইউক্রেন যদি টাউরাস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার পরিবহন অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তা বার্লিনের সরাসরি যুদ্ধ অংশগ্রহণ হিসেবে গণ্য করা হবে।

রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের জন্য পশ্চিমা দেশগুলোকে সমালোচনা করে আসছে। তাদের দাবি, এসব অস্ত্র ব্যবহার করে কিয়েভ রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
১০