ক্ষুদ্র ও মাঝারি শিল্প রক্ষায় জাপানের ১৫.৫ বিলিয়ন মার্কিন ডলার শুল্ক সহায়তার ঘোষণা

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:০৬

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস): জাপান সরকার মার্কিন শুল্কের প্রভাব থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) কে রক্ষা করার লক্ষ্যে মঙ্গলবার ১৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মন্ত্রিপরিষদের প্রধান সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, ২.২ ট্রিলিয়ন ইয়েন বা  ১৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের এই প্যাকেজের মধ্যে কর্পোরেট অর্থায়ন এবং সরকার-সমর্থিত ঋণদানকারী প্রতিষ্ঠানে ঋণের শর্ত শিথিলকরণে সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।

হায়াশি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মার্কিন শুল্কের ফলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগগুলোকে আমরা পূর্ণ সহায়তা প্রদান করব’। 

জাপান, একটি গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র এবং এর বৃহত্তম বিনিয়োগকারী, বেশিরভাগ দেশের ওপর আরোপিত একই ১০ শতাংশ বেসলাইন শুল্কের পাশাপাশি গাড়ি, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর উচ্চতর শুল্কের আওতায় রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত এপ্রিলের শুরুতে জাপানের ওপর ২৪ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে গত জুলাইয়ের শুরু পর্যন্ত অন্যান্য দেশের ওপর অনুরূপ পদক্ষেপের সাথে সাথে তা স্থগিত করেছিলেন।

জাপান আশা করে ট্রাম্প কর্তৃক ঘোষিত সমস্ত আমদানি শুল্ক প্রত্যাহার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০