দক্ষিণ আফ্রিকায় 'প্রতিশোধমূলক হামলায়' ৩ বিদেশি নাগরিক নিহত

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:৫৯

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় সংঘর্ষে স্থানীয় এক ব্যক্তির মৃত্যুর পর ওই সম্প্রদায়ের সদস্যদের নির্বিচারে প্রতিশোধমূলক হামলায় তিন বিদেশি নাগরিক নিহত হওয়ায় সোমবার একটি কৃষিখামার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

জোহানেসবার্গ থেকে এএফপি এ তথ্য জানায়।

প্রাদেশিক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার ও সোমবার হামলার পর পূর্ব কেপ প্রদেশের ভ্যালেন্সিয়া লেবুজাতীয় ফল চাষের এলাকায় বিশেষায়িত ইউনিট পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিশোধমূলক এই বেআইনি কাজগুলো শনিবার একটি পানশালার বাইরে স্থানীয় বাসিন্দাদের একটি দল এবং বিদেশি নাগরিকদের মধ্যে ঝগড়ার পর একজন স্থানীয় বাসিন্দাকে হত্যার অভিযোগে একটি ঘটনার মাধ্যমে শুরু হয়েছিল বলে মনে করা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দাকে হত্যার পরে ওই সম্প্রদায়ের সদস্যরা রাস্তায় নেমে বিদেশি নাগরিকদের উপর আক্রমণ করেছে বলে জানা গেছে। এতে বলা হয়েছে, ‘এলোমেলোভাবে’  এসব আক্রমণ চালানো হয়।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছেন।’

সহিংসতার লক্ষ্যবস্তুতে থাকা বিদেশি নাগরিকদের জাতীয়তা পুলিশ প্রকাশ করেনি। তবে, বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, তারা জিম্বাবুয়ের নাগরিক।

পুলিশের মুখপাত্র ওয়ারেন্ট অফিসার মাজোলা এনকোহলি এএফপিকে বলেছেন, ‘আমরা ধরে নিতে পারি না যে তারা কোনও নির্দিষ্ট দেশ থেকে আসছেন।’

ডেইলি ম্যাভেরিক নিউজ সাইট জানিয়েছে, লেবু সংগ্রহের মৌসুমে ভারত মহাসাগরের তীরবর্তী শহর গেকেবারহা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অ্যাডোর কাছে হাজার হাজার বিদেশি অবস্থান করছে।

এতে বলা হয়েছে, শতাধিক মানুষ সেখানকার স্থানীয় একটি থানায় আশ্রয় নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০