কামি রিতা শেরপার ৩১তম এভারেস্ট জয়: সীমা ছাড়ানোর এক জীবন্ত ইতিহাস

বাসস
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:১০

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা মঙ্গলবার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে তার ৩১তম আরোহণ সম্পন্ন করেছেন, নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে। এভারেস্টজয়ীদের ইতিহাসে এ এক অনন্য নজির।

কাঠমান্ডু থেকে এএফপি জানায়, অভিযাত্রা ব্যবস্থাপক প্রতিষ্ঠান সেভেন সামিট ট্রেকস তাকে অভিনন্দন জানিয়ে  বলেছে, ‘লিজেন্ডারি কামি রিতা শেরপাকে ৩১তম সফল এভারেস্ট আরোহণের জন্য প্রাণঢালা অভিনন্দন। ইতিহাসে সর্বোচ্চবার এভারেস্টজয়ের একমাত্র রেকর্ডধারী তিনিই।’

৫৫ বছর বয়সী কামি রিতা শেরপা ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্ট জয় করেন। তারপর থেকে প্রতি বছরই যেন শৃঙ্গজয়ের এক নিরবচ্ছিন্ন অধ্যায় রচনা করে চলেছেন তিনি। যারা পর্বতারোহণকে কেবল ক্রীড়া নয়, জীবনদর্শনের এক নিরীক্ষা মনে করেন, কামি রিতা তাদের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা।

নেপালের সলুখুম্বু জেলার থামি গ্রামে জন্ম নেওয়া কামি রিতা বেড়ে উঠেছেন হিমালয়ের কোলে। শৈশব থেকেই তার পরিবার শেরপা গাইড হিসেবে কাজ করত, আর তিনিও বাবার পদাঙ্ক অনুসরণ করে পেশাদার শেরপা হয়ে ওঠেন। তার এই দীর্ঘ পর্বতারোহণ-জীবনে শুধু এভারেস্টই নয়, পৃথিবীর অন্যান্য উচ্চতম পর্বত যেমন চো ইয়ু, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদিতেও সফল অভিযান পরিচালনা করেছেন।

নেপাল ও শেরপা জনগোষ্ঠীর জন্য এক সম্মান

নেপাল প্রতি বছর এভারেস্ট মৌসুমে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্বতারোহীকে আকর্ষণ করে, যা দেশটির পর্যটন অর্থনীতির একটি প্রধান উৎস। 

কামি রিতার মতো অভিজ্ঞ শেরপা গাইডদের হাত ধরেই অধিকাংশ অভিযাত্রী শৃঙ্গ ছোঁয়ার স্বপ্ন বাস্তব করে তোলেন। তার এই ৩১তম জয় নেপাল ও শেরপা জনগোষ্ঠীর দীর্ঘ পর্বতারোহণ-ঐতিহ্যের একটি গৌরবময় মাইলফলক।

জলবায়ু সংকট ও আরোহণের ভবিষ্যৎ

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলছে দ্রুত হারে, আর শৃঙ্গ আরোহণ হয়ে উঠছে আগের চেয়েও বিপজ্জনক। এর মধ্যেও কামি রিতার সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবর্তিত ভূপ্রাকৃতিক বাস্তবতায় মানবসাহস ও দক্ষতার নতুন সংজ্ঞা।

মানুষের সক্ষমতার প্রতীক

অনেকের মতে, কামি রিতা কেবল একজন অভিযাত্রী নন, তিনি মানুষের সম্ভাবনার এক জীবন্ত প্রতীক। বারবার জীবনের ঝুঁকি নিয়ে পর্বত জয় করে তিনি যেন বলছেন, সীমা বলে কিছু নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ বিশ্ব মান দিবস
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
১০