বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশকে ভিসা দিবে না সৌদি আরব

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১০:১৬

সৌদি আরব ভারত-সহ ১৪টি দেশের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন এনেছিল গত ফেব্রুয়ারিতে। তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।

হজের আবহে ভারত-সহ ১৪টি দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত ‘সাময়িক বিধিনিষেধ’ জারি করল সৌদি আরব। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দাদের সাময়িকভাবে ‘ওয়ার্ক ভিসা’ দেওয়া স্থগিত রাখা হয়েছে। 

ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এ খবর জানায়।

ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডন, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজেরিয়া, লিবিয়া, কেনিয়া এবং তুরস্ক রয়েছে এই তালিকায়। সাধারণ ভাবে ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা সৌদিতে কাজ করতে যান। হজের সময় অতিরিক্ত জমায়েত এড়াতেই সাময়িকভাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে ভারত-সহ ১৪টি দেশের ভিসা নীতিতেও পরিবর্তন এনেছিল সৌদি আরব। জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা। অর্থাৎ ওই ভিসা দেখিয়ে এক বারই সে দেশে প্রবেশ করতে পারবেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ ১৪টি দেশের নাগরিকরা। ভিসার মেয়াদ ৩০ দিন। অভিযোগ, এত দিন ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। এর ফলে সেখানে ভিড় বাড়ত। এবার তা বন্ধ করার জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহের মহেশপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ড
খুলনার ছাত্রলীগ নেতা বায়েজিদ গ্রেফতার 
জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচি উদ্বোধন
হারিকেন এরিনের বন্যার হুমকিতে প্রস্তুত নর্থ ক্যারোলিনা
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
জিডিপির ৩ শতাংশের বেশি প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে তাইওয়ান
পুনরায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
২০১৮ সালের পুরোনো ভিডিওকে সম্প্রতির বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: সারাদেশে র‍্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
১০