ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৩:২৯

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে শনিবার ভোররাতে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। 

কিয়েভ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

খারকিভের মেয়র এ হামলাকে ‘যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ’ বলে আখ্যায়িত করেন।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। অন্যদিকে শান্তি আলোচনায়ও তেমন কোনো অগ্রগতি হয়নি। তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে সর্বশেষ শান্তি প্রস্তাবও ব্যর্থ হয়েছে।

খারকিভের মেয়র ইগর তেরেখোভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে লেখেন, ‘পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে খারকিভ।’ 

তিনি আরো জানান, একই সময়ে একযোগে ক্ষেপণাস্ত্র, ইরানের তৈরি ড্রোন এবং গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে দেওয়া বার্তায় মেয়র জানান, ‘গত দেড় ঘণ্টায় শহরে অন্তত ৪০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনো ড্রোন উড়ছে।’

তিনি আরো বলেন, রুশ ড্রোন হামলায় দু’জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। একটি উঁচু ভবনের ধ্বংসস্তূপ থেকে একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে আরো একটি হামলা চালানো হয়। সেসময় অন্তত ১৮ জন আহত হন, যাদের মধ্যে ৪ জন শিশু।

ইউক্রেন বরাবরই ৩০ দিনের জন্য নিঃশর্ত ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছে। সর্বশেষ সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনাতেও তারা এ প্রস্তাবটি উপস্থাপন করে।

তবে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী রাশিয়া ফের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
১০