ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৩:২৯

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে শনিবার ভোররাতে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। 

কিয়েভ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

খারকিভের মেয়র এ হামলাকে ‘যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ’ বলে আখ্যায়িত করেন।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। অন্যদিকে শান্তি আলোচনায়ও তেমন কোনো অগ্রগতি হয়নি। তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে সর্বশেষ শান্তি প্রস্তাবও ব্যর্থ হয়েছে।

খারকিভের মেয়র ইগর তেরেখোভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে লেখেন, ‘পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে খারকিভ।’ 

তিনি আরো জানান, একই সময়ে একযোগে ক্ষেপণাস্ত্র, ইরানের তৈরি ড্রোন এবং গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে দেওয়া বার্তায় মেয়র জানান, ‘গত দেড় ঘণ্টায় শহরে অন্তত ৪০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনো ড্রোন উড়ছে।’

তিনি আরো বলেন, রুশ ড্রোন হামলায় দু’জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। একটি উঁচু ভবনের ধ্বংসস্তূপ থেকে একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে আরো একটি হামলা চালানো হয়। সেসময় অন্তত ১৮ জন আহত হন, যাদের মধ্যে ৪ জন শিশু।

ইউক্রেন বরাবরই ৩০ দিনের জন্য নিঃশর্ত ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছে। সর্বশেষ সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনাতেও তারা এ প্রস্তাবটি উপস্থাপন করে।

তবে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী রাশিয়া ফের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহের মহেশপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে অগ্নিকাণ্ড
খুলনার ছাত্রলীগ নেতা বায়েজিদ গ্রেফতার 
জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচি উদ্বোধন
হারিকেন এরিনের বন্যার হুমকিতে প্রস্তুত নর্থ ক্যারোলিনা
নাটোরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
জিডিপির ৩ শতাংশের বেশি প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে তাইওয়ান
পুনরায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
২০১৮ সালের পুরোনো ভিডিওকে সম্প্রতির বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী: সারাদেশে র‍্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
১০