ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৩:২৯

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে শনিবার ভোররাতে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। 

কিয়েভ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

খারকিভের মেয়র এ হামলাকে ‘যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ’ বলে আখ্যায়িত করেন।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। অন্যদিকে শান্তি আলোচনায়ও তেমন কোনো অগ্রগতি হয়নি। তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে সর্বশেষ শান্তি প্রস্তাবও ব্যর্থ হয়েছে।

খারকিভের মেয়র ইগর তেরেখোভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে লেখেন, ‘পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে খারকিভ।’ 

তিনি আরো জানান, একই সময়ে একযোগে ক্ষেপণাস্ত্র, ইরানের তৈরি ড্রোন এবং গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে দেওয়া বার্তায় মেয়র জানান, ‘গত দেড় ঘণ্টায় শহরে অন্তত ৪০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনো ড্রোন উড়ছে।’

তিনি আরো বলেন, রুশ ড্রোন হামলায় দু’জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। একটি উঁচু ভবনের ধ্বংসস্তূপ থেকে একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ বলেছেন, আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে আরো একটি হামলা চালানো হয়। সেসময় অন্তত ১৮ জন আহত হন, যাদের মধ্যে ৪ জন শিশু।

ইউক্রেন বরাবরই ৩০ দিনের জন্য নিঃশর্ত ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছে। সর্বশেষ সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনাতেও তারা এ প্রস্তাবটি উপস্থাপন করে।

তবে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী রাশিয়া ফের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০