ব্রাজিলের দাবানলের কারণে আমাজনের বন উজাড়ের হার বেড়েছে 

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৪:০৬

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস): ব্রাজিলে গত বছরের ভয়াবহ দাবানল নতুন করে বাড়িয়ে দিয়েছে আমাজনের বন ধ্বংসের গতি। বনভূমি উজাড়ের এ হার প্রেসিডেন্ট লুলা দা সিলভার বন সংরক্ষণ প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে ফেলেছে।

সাও পাওলো থেকে এএফপি এ তথ্য জানায়।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (আইএনপিই) এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের মে পর্যন্ত অ্যামাজনে বন ধ্বংস বেড়েছে ৯.১ শতাংশ। 

শুধু মে মাসেই ধ্বংসের হার লাফিয়ে উঠেছে ৯২ শতাংশে। তবে ২০২৪ সালেই বন ধ্বংস ঠেকাতে ব্রাজিল সবচেয়ে বড় সফলতাটি দেখিয়েছিল, তখন প্রায় ছয় বছর পর প্রথমবার সব প্রাকৃতিক অঞ্চলে ধ্বংসের গতি কমেছিল। বর্তমানে সেই অগ্রগতি হুমকির মুখে পড়েছে। 

অপরদিকে, এ বছরই ব্রাজিল আয়োজন করতে চলেছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন।

তবে অ্যামাজনের বাইরের চিত্র ভিন্ন। পান্তানাল জলাভূমিতে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বন ধ্বংসের হার কমেছে ৭৭ শতাংশ, যা আগের বছরের তুলনায় বড় ধরণের অগ্রগতি।

ব্রাজিলের পরিবেশ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব জোয়াও পাওলো কাপোবিয়াঙ্কো জানান, গত বছর ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে দাবানলের রেকর্ডসংখ্যক ঘটনা ঘটেছে। তিনি তীব্র খরাকে এই অগ্নিকাণ্ডের জন্য দায়ী করেছেন, যা আগুনকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে।

অনেক এলাকায় ফসল চাষ এবং গবাদি পশুর জন্য জমি পরিষ্কার করতে আগুন দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন ছড়িয়ে পড়ে বনাঞ্চলে, সৃষ্টি হয় ভয়াবহ ক্ষয়ক্ষতির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
১০