ব্রাজিলের দাবানলের কারণে আমাজনের বন উজাড়ের হার বেড়েছে 

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৪:০৬

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস): ব্রাজিলে গত বছরের ভয়াবহ দাবানল নতুন করে বাড়িয়ে দিয়েছে আমাজনের বন ধ্বংসের গতি। বনভূমি উজাড়ের এ হার প্রেসিডেন্ট লুলা দা সিলভার বন সংরক্ষণ প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে ফেলেছে।

সাও পাওলো থেকে এএফপি এ তথ্য জানায়।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (আইএনপিই) এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের মে পর্যন্ত অ্যামাজনে বন ধ্বংস বেড়েছে ৯.১ শতাংশ। 

শুধু মে মাসেই ধ্বংসের হার লাফিয়ে উঠেছে ৯২ শতাংশে। তবে ২০২৪ সালেই বন ধ্বংস ঠেকাতে ব্রাজিল সবচেয়ে বড় সফলতাটি দেখিয়েছিল, তখন প্রায় ছয় বছর পর প্রথমবার সব প্রাকৃতিক অঞ্চলে ধ্বংসের গতি কমেছিল। বর্তমানে সেই অগ্রগতি হুমকির মুখে পড়েছে। 

অপরদিকে, এ বছরই ব্রাজিল আয়োজন করতে চলেছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন।

তবে অ্যামাজনের বাইরের চিত্র ভিন্ন। পান্তানাল জলাভূমিতে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বন ধ্বংসের হার কমেছে ৭৭ শতাংশ, যা আগের বছরের তুলনায় বড় ধরণের অগ্রগতি।

ব্রাজিলের পরিবেশ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব জোয়াও পাওলো কাপোবিয়াঙ্কো জানান, গত বছর ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে দাবানলের রেকর্ডসংখ্যক ঘটনা ঘটেছে। তিনি তীব্র খরাকে এই অগ্নিকাণ্ডের জন্য দায়ী করেছেন, যা আগুনকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে।

অনেক এলাকায় ফসল চাষ এবং গবাদি পশুর জন্য জমি পরিষ্কার করতে আগুন দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন ছড়িয়ে পড়ে বনাঞ্চলে, সৃষ্টি হয় ভয়াবহ ক্ষয়ক্ষতির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০