মার্কিন শুল্ক আলোচনায় ‘অগ্রগতি’ হচ্ছে, কিন্তু এখনও ‘চুক্তি’ হয়নি : জাপান

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৬:৩৬

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : জাপান শনিবার জানিয়েছে, শুল্ক কমানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় ‘অগ্রগতি’ হচ্ছে, তবে উভয় পক্ষ ‘এখনও কোনও চুক্তিতে পৌঁছাতে পারেনি’।

টোকিও থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ জাপানও অন্যান্য অধিকাংশ দেশের মতোই ১০ শতাংশ শুল্কের আওতায় পড়েছে, সেই সঙ্গে গাড়ি, স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর অতিরিক্ত শুল্কও দিতে হচ্ছে।

ট্রাম্প এপ্রিলের শুরুতে জাপানের ওপর অতিরিক্ত ২৪ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক ঘোষণা করেছিলেন। তবে পরে অন্যান্য দেশের সঙ্গে মিলিয়ে জুলাইয়ের প্রথম পর্যন্ত এটি স্থগিত করেন। 

জাপান চায়, ট্রাম্প ঘোষিত সকল শুল্কই প্রত্যাহার করা হোক।

জাপানের বাণিজ্যদূত রিওসেই আকাজাওয়া ওয়াশিংটনে জাপানি সাংবাদিকদের বলেন, পঞ্চম দফার আলোচনার সময়, ‘আমরা একটি চুক্তির দিকে আরো এগিয়েছি’।

তিনি আরো বলেন, তবে ‘আমরা এখনও কোনও চুক্তিতে পৌঁছাতে পারিনি।’

আকাজাওয়া বলেন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ টোকিও একটি চুক্তি স্বাক্ষরের আশা করছে। তবে ১৫ জুন সাত ধনী দেশের শীর্ষ সম্মেলন (জি সেভেন) শুরু হওয়ার পরেও আলোচনা চলতে পারে।

কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনের সময় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং ট্রাম্প দ্বিপাক্ষিক আলোচনা করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

ওয়াশিংটনের ২৫ শতাংশ গাড়ির শুল্ক টোকিওর জন্য ব্যাপক চাপ সৃষ্টি করবে, কারণ দেশটির প্রায় আট শতাংশ কর্মসংস্থান সরাসরি এই খাতের সঙ্গে জড়িত।

জাপান, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে ২০২৫ সালের প্রথম তিন মাসে শূন্য দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে, যা জুলাইয়ে আসন্ন উচ্চকক্ষ নির্বাচনের আগে অজনপ্রিয় ইশিবার ওপর চাপ বাড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
১০