টিকটকার খাবি লেমকে আটকের পর মুক্তি মার্কিন অভিবাসনের

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১২:১৯

ঢাকা, ৮ জুন, ২০২৫ (বাসস) : বিশ্বের সর্বাধিক জনপ্রিয় টিকটকার খাবি লেমকে তার ভিসার নির্দিষ্ট মেয়াদের চেয়ে ‘অতিরিক্ত সময়’ থাকার পর মার্কিন অভিবাসন কর্মকর্তারা আটক করেছে এবং পরে ‘স্বেচ্ছায় প্রস্থান’ করার অনুমতি দেয়া হয়েছে। মার্কিন অভিবাসন কর্মকর্তারা এ তথ্য  জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেস থেকে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার এক বিবৃতির বরাতে শুক্রবার এএফপি জানিয়েছে, অভিবাসন  আইন লঙ্ঘনের অভিযোগে ৬ জুন নেভাদার লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির নাগরিক সেরিন খাবানে লেম (২৫) কে আটক করা হয়।  

বিবৃতিতে আরো জানায়, লেম গত ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তার ভিসার শর্তাবলীর চেয়ে বেশি সময় ধরে অবস্থান করেছিলেন। তবে তাকে একই দিনে মুক্তি দেওয়া হয়েছে।

ইউনিসেফের শুভেচ্ছা দূত ও টিকটকে ১৬ কোটি ২২ লাখ অনুসারী থাকা এই ইতালীয় নাগরিক এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়েছেন।

শনিবার বিকেল পর্যন্ত লেম ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে কোনও পোস্ট করেননি।

খাবি লেম অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকে শীর্ষস্থান ধরে রেখেছেন এবং কথা না বলে কেবল অভিনয় দিয়েই ইন্টারনেটজুড়ে ছড়িয়ে থাকা জটিল আর হাস্যকর টিউটোরিয়ালকে ব্যঙ্গ করেছেন তিনি আর সেখান থেকেই উঠে এসেছেন বিশ্বব্যাপী জনপ্রিয়তায়।

ফোর্বস জানায়, ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিপণন চুক্তি করেন খাবি লেম। এতে এক বছরেরও কম সময়েই তার আয় দাঁড়ায় প্রায় ১ কোটি ৬৫ লাখ ডলার।

জানুয়ারিতে ক্ষমতায় আসার পর ট্রাম্প অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করেছেন। বড় পরিমাণে অভিবাসীদের দেশ থেকে বিতাড়ন শুরু করেছেন। তবে এসব পদক্ষেপের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ উঠেছে।

জানুয়ারিতে ক্ষমতায় আসার পর ট্রাম্প অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করেছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গণ-নির্বাসন অভিযান পরিচালনা করেছেন। তবে এই নীতিগুলো মার্কিন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০