যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন চীনের উপ প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১২:৫০

ঢাকা, ৮ জুন, ২০২৫ (বাসস) : চীনের উপ প্রধানমন্ত্রী হে লিফেং আগামী সপ্তাহে যুক্তরাজ্যে উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন বলে শনিবার ঘোষণা দিয়েছে বেইজিং। দুই পরাশক্তির মধ্যে চলমান বাণিজ্য দ্বন্দ্বের টানাপোড়েনের মধ্যেই এ বৈঠক হতে যাচ্ছে। 

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ব্রিটিশ সরকারের আমন্ত্রণে হে লিফেং ৮ থেকে ১৩ জুন যুক্তরাজ্য সফর করবেন। সফরকালে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শ কমিটির প্রথম বৈঠকে যৌথভাবে সভাপতিত্বও করবেন তিনি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, লন্ডনে সোমবার থেকে চীনের সঙ্গে নতুন দফা বাণিজ্য আলোচনা শুরু হবে। এর আগে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ফোনালাপে চলমান শুল্কসংক্রান্ত বিরোধ অবসানে আগ্রহ প্রকাশ করেন উভয় নেতা।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া পোস্ট লিখেছেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চীনা দলের সঙ্গে বৈঠক করবেন।

এই বৈঠক হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর শুরু হওয়া চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব মে মাসের মাঝামাঝি সময়ে জেনেভায় অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনার মাধ্যমে সাময়িকভাবে কিছু দ্বন্দ্বের অবসান হয়।

যদিও পরে ট্রাম্প অভিযোগ করেন, চীন সমঝোতার শর্ত ঠিকভাবে মানছে না।

গত বৃহস্পতিবার ট্রাম্প ও শি চিনপিং বাণিজ্য ইস্যুতে প্রথমবারের মতো সরাসরি কথা বলেন। ট্রাম্প জানান, আলোচনাটি ছিল ‘ইতিবাচক’। 

অন্যদিকে, চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, শি চিনপিং ট্রাম্পকে বলেন, তাদের দুজনেরই দ্বিপাক্ষিক সম্পর্কের পথ ঠিক করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০