তানজানিয়ায় দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১০:২৬

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস) : তানজানিয়ায় একটি লরি চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি গাড়ির সাথে ধাক্কা খেলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।

তানজানিয়ার রাজধানী দার-এস-সালাম থেকে এএফপি এ খবর জানায়।

স্থানীয় পুলিশ প্রধান বেঞ্জামিন কুজাগা এক বিবৃতিতে বলেছেন, শনিবার রাতে দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি গাড়ি, একটি মিনিবাস, জাম্বিয়ার সীমান্তের কাছে দেশটির দক্ষিণ-পশ্চিমে একটি নদীতে পড়ে যায়।

নিহতদের মধ্যে ১০ জন মহিলা এবং চার শিশু রয়েছে, কুজাগা বলেছেন, ট্রাক চালকের ‘অবহেলা’ কে দায়ী করেছেন।

‘দুর্ঘটনার কারণ হিসেবে লরি চালকের অবহেলাকে দায়ী করা হয়েছে, যিনি খাড়া ইওয়াম্বি পাহাড়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিলেন।’

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এক্সে এক পোস্টে বলেছেন, তিনি ‘গভীর দুঃখের সাথে’ এই মারাত্মক দুর্ঘটনার কথা জানতে পেরেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে সরকারি পরিসংখ্যান অনুসারে ৩,২৫৬ জন নিহত হয়েছেন

-- কিন্তু অনুমান করা হচ্ছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা ১৩ হাজার থেকে ১৯ হাজার এর মধ্যে।

২০২৪ সালে দেশটির উত্তরে একটি ট্রাক আরো তিনটি গাড়ির সাথে সংঘর্ষে একজন আমেরিকান, একজন দক্ষিণ আফ্রিকান এবং একজন কেনিয়ানসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
১০