গাজাগামী ত্রাণবাহি নৌকা আটক ইসরাইলি বাহিনীর 

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:০৯

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস): পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ শান্তিকর্মীদের বহনকারী গাজাগামী একটি ত্রাণবাহী নৌযান সোমবার আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ তথ্য জানিয়েছে আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।

এর আগে, ফিলিস্তিনি ভূখণ্ডে নৌযানটি পৌঁছাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসরাইল।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের সংগঠনটির অভিযোগ, ইসরাইলি সেনাবাহিনী জাহাজটিতে অভিযান চালিয়ে যাত্রীদের ‘অপহরণ’ করেছে।

কায়রো থেকে এএফপি জানায়, ‘ম্যাডলিন’ নামের নৌকাটির লক্ষ্য ছিল গাজায়  ত্রাণ পৌঁছে দেওয়া এবং ইসরাইল আরোপিত দীর্ঘদিনের সামুদ্রিক অবরোধকে চ্যালেঞ্জ করা।

এই অবরোধ ২০০৭ সাল থেকেই চলছে। তবে সাম্প্রতিক ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর আরো কঠোর করা হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, ম্যাডলিনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইসরায়েলি সেনারা নৌযানটিতে উঠে পড়েছে এবং সেখানে থাকা যাত্রীদের ‘অপহরণ’ করেছে।

এএফপি জানায়, নৌকায় থাকা কর্মীদের সঙ্গে তাদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

ফ্লোটিলার জার্মানভিত্তিক গণমাধ্যম কর্মকর্তা মাহমুদ আবু ওদেহ বলেন, ‘আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়েছে বলে মনে হচ্ছে।’

ইসরাইল আগে থেকেই জানিয়েছিল, তারা এই নৌযানটিকে কোনোভাবেই গাজায় প্রবেশ করতে দেবে না।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নৌবাহিনী নৌকাটিকে ‘সংরক্ষিত প্রবেশ এলাকায়’ কাছাকাছি পৌছালে পথ পরিবর্তনের নির্দেশ দেয়। এর প্রায় এক ঘণ্টা পর জানানো হয়, জাহাজটিকে টেনে ইসরায়েলি উপকূলে নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘যাত্রীদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে।’

এছাড়া ত্রাণ প্রসঙ্গে ব্যঙ্গাত্মকভাবে বলা হয়, ‘নৌয়ানে থাকা অল্প কিছু ত্রাণ, যা তথাকথিত ‘সেলিব্রিটিরা’ খরচ করেনি, তা প্রকৃত মানবিক সহায়তা চ্যানেলের মাধ্যমে গাজায় পাঠানো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০