মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:৪১ আপডেট: : ০৯ জুন ২০২৫, ১৩:১৪

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার উত্তরে সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস মিনিভ্যানের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে।

কুয়ালালামপুর থেকে এএফপি এ খবর জানায়।

থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে দুর্ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর অরো ২ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন আরো ৩৩ জন।

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

তারা আরো জানায়, কিছু যাত্রী নিজেরাই বেরিয়ে আসতে পেরেছেন। কিছু যাত্রী বাস থেকে ছিটকে পড়েন এবং কিছু এখনো বাসের ভেতরে আটকে পড়ে আছেন।

বাসটি কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত সুলতান ইদরিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল। স্থানীয় সময় সোমবার রাত ১টার দিকে মিনিভ্যানটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, বাসের ভেতরে আটকে পড়া কিছু যাত্রীকে বের করে আনতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। স্থানীয় দৈনিক ‘দ্য স্টার’ পত্রিকা মার্চ মাসে জানিয়েছিল, দেশটির ব্যস্ত সড়কগুলোতে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষ দুর্ঘটনায় প্রাণ হারায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
১০