মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:৪১ আপডেট: : ০৯ জুন ২০২৫, ১৩:১৪

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার উত্তরে সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস মিনিভ্যানের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে।

কুয়ালালামপুর থেকে এএফপি এ খবর জানায়।

থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে দুর্ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর অরো ২ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন আরো ৩৩ জন।

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

তারা আরো জানায়, কিছু যাত্রী নিজেরাই বেরিয়ে আসতে পেরেছেন। কিছু যাত্রী বাস থেকে ছিটকে পড়েন এবং কিছু এখনো বাসের ভেতরে আটকে পড়ে আছেন।

বাসটি কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত সুলতান ইদরিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করছিল। স্থানীয় সময় সোমবার রাত ১টার দিকে মিনিভ্যানটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, বাসের ভেতরে আটকে পড়া কিছু যাত্রীকে বের করে আনতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। স্থানীয় দৈনিক ‘দ্য স্টার’ পত্রিকা মার্চ মাসে জানিয়েছিল, দেশটির ব্যস্ত সড়কগুলোতে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষ দুর্ঘটনায় প্রাণ হারায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০