টানা চতুর্থ মাস চীনে মূল্যস্ফীতি হ্রাস

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৩:০৬

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস) : চীনে মানুষের ব্যয় কম থাকার কারণে মে মাসেও টানা চতুর্থবারের মতো চীনে মূল্যসূচক (সিপিআই) হ্রাস পেয়েছে। সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী দেখা যায় যে, দুর্বল ভোক্তা ব্যয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে টেনে ধরছে। 

বেইজিং থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানিয়েছে, মে মাসে মূল্যস্ফীতির সূচক বা সিপিআই আগের বছরের তুলনায় ০.১ শতাংশ কমেছে। 

এই হার এপ্রিল মাসের মতোই ছিল। তবে ব্লুমবার্গের অর্থনীতিবিদদের জরিপে পূর্বাভাস দেওয়া ০.২ শতাংশ হ্রাসের তুলনায় কিছুটা ভালো।

করোনার পর থেকে চীন দেশজ খরচ বাড়াতে হিমশিম খাচ্ছে। এতে সরকার ঘোষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর কারণে বৈশ্বিক বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব থেকেও নিজেদের অর্থনীতিকে রক্ষা করতে বেইজিংকে সমস্যায় পড়তে হচ্ছে।

এনবিএস আরো জানায়, দুই বছরেরও বেশি সময় ধরে চলমান মন্দার তীব্রতা বৃদ্ধির সাথে সাথে মে মাসে কারখানার গেটের দাম ও কমেছে।

উৎপাদক মূল্যসূচক বা পিপিআই মে মাসে ৩.৩ শতাংশ কমেছে, যা এপ্রিলের ২.৭ শতাংশের তুলনায় বেশি এবং ব্লুমবার্গ জরিপে অনুমান করা ৩.২ শতাংশের চেয়েও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
১০