টোগোতে বিক্ষোভের সময় নির্বিচারে গ্রেফতারের নিন্দা বিরোধী দলের

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৩:১৬

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস): রাজধানী লোমেতে গত সপ্তাহে পুলিশের অভিযানে নিষিদ্ধ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় যে নির্বিচারে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে টোগোর বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ সংগঠনগুলো।  

লোমে থেকে এএফপি এ খবর জানায়। 

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত লোমের বিভিন্ন এলাকায় এমনকি প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছেও পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

জনপ্রিয় র‌্যাপার আমরনের আহ্বানে সাড়া দিলে এসব বিক্ষোভ হয়। ভিন্নমত পোষণকারীদের গ্রেপ্তারের নিন্দা জানাতে ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং ২০০৫ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ফাউরে গনাসিংবের সরকারের আনা সংবিধানিক পরিবর্তনের প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেন তিনি।

টোগোতে ২০২২ সালে লোমের প্রধান বাজারে এক প্রাণঘাতী হামলার পর থেকে সরকার বিক্ষোভ নিষিদ্ধ করেছে, যদিও জনসমাবেশ এখনো অনুমোদিত।

‘হ্যান্ডস অব মাই কনস্টিটিউশন’ নামক বিরোধী দল ও নাগরিক সংগঠনের একটি জোট এএফপি’কে দেওয়া বিবৃতিতে জানায়, তারা ৫ ও ৬ জুন চালানো গণ ও অন্যায্য গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই গ্রেফতারগুলো এমন একটি হতাশাগ্রস্ত শাসনব্যবস্থার প্রতিফলন, যারা সংলাপের বদলে সহিংসতা এবং নাগরিকদের উদ্বেগ মোকাবেলার বদলে দমননীতি বেছে নিচ্ছে। তারা সব রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

সংগঠনটি গ্রেফতারকৃত সাতজনের একটি তালিকাও প্রকাশ করেছে, যার মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। তাঁর গ্রেফতারের নিন্দা জানিয়েছে টোগোর ন্যাশনাল মেডিকেল কাউন্সিলও।

তারা জানায়, ‘তাঁকে একটি জেন্ডারমেরি ইউনিটে আটকে রাখা হয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা কী অবস্থায় তিনি রয়েছেন, সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

টোগোর নিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
১০