জাপানে মার্কিন বিমানঘাঁটিতে বিস্ফোরণ, আহত ৪

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৩:৪৮

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস): জাপানের ওকিনাওয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কাদেনা বিমানঘাঁটির ভেতরে অবিস্ফোরিত বোমা রাখার স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

সোমবার টোকিও থেকে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা আকিরা কামিইউনটেন জানান, কাদেনা ঘাঁটির ওই স্থাপনায় বোমা পুনঃনিরীক্ষণ জন্য মরিচা ধরা কিছু বস্তু পরিষ্কার করছিলেন জাপানের এসডিএফ সদস্যরা। সেসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চার পুরুষ সদস্য আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেসসহ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আহতদের কারো অবস্থাই তেমন গুরুতর নয়।

টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও কাদেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। কাদেনা ঘাঁটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়ার মূল দ্বীপে অবস্থিত।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেছিল। ১৯৪৫ সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি বেসামরিক লোক নিহত হন।

পরবর্তীতে ১৯৭২ সালে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব। তবে চুক্তি অনুযায়ী সেখানে তাদের সামরিক ঘাঁটি রেখে দেয়।

বর্তমানে জাপানে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে, তার ৭০ শতাংশই ওকিনাওয়ায় অবস্থিত। জাপানে অবস্থানরত ৫০ হাজার মার্কিন সেনার অর্ধেকেরও বেশি মোতায়েন রয়েছে সেখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০