জাপানে মার্কিন বিমানঘাঁটিতে বিস্ফোরণ, আহত ৪

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৩:৪৮

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস): জাপানের ওকিনাওয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কাদেনা বিমানঘাঁটির ভেতরে অবিস্ফোরিত বোমা রাখার স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

সোমবার টোকিও থেকে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা আকিরা কামিইউনটেন জানান, কাদেনা ঘাঁটির ওই স্থাপনায় বোমা পুনঃনিরীক্ষণ জন্য মরিচা ধরা কিছু বস্তু পরিষ্কার করছিলেন জাপানের এসডিএফ সদস্যরা। সেসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চার পুরুষ সদস্য আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেসসহ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আহতদের কারো অবস্থাই তেমন গুরুতর নয়।

টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও কাদেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন। কাদেনা ঘাঁটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়ার মূল দ্বীপে অবস্থিত।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করেছিল। ১৯৪৫ সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি বেসামরিক লোক নিহত হন।

পরবর্তীতে ১৯৭২ সালে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব। তবে চুক্তি অনুযায়ী সেখানে তাদের সামরিক ঘাঁটি রেখে দেয়।

বর্তমানে জাপানে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে, তার ৭০ শতাংশই ওকিনাওয়ায় অবস্থিত। জাপানে অবস্থানরত ৫০ হাজার মার্কিন সেনার অর্ধেকেরও বেশি মোতায়েন রয়েছে সেখানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ 
দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০০ শিক্ষার্থীর জন্য বৃত্তি, আবেদন ৭ ডিসেম্বরের মধ্যে
ভেনিজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে : ট্রাম্প
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
১০