সিডনির উপকূলে আটকে পড়া তিমি উদ্ধারে অভিযান

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৪:৫৭

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস): অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সোমবার দড়িতে জড়িয়ে পড়ে বিপন্ন একটি কুঁজওয়ালা তিমি। কিন্তু সেই দড়ি নিয়েই সাতাঁর কাটতে থাকে। সেটিকে খুঁজে বের করে মুক্ত করতে তৎপরতা চালাচ্ছে বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।

সিডনি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

আকাশ থেকে ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, তিমিটি সিডনি হারবারের দক্ষিণে সাঁতরে যাচ্ছে। তবে ভাসমান একটি বয়ার সঙ্গে লাগানো দড়ি টেনে নিয়ে যাচ্ছে শরীরে।

ওআরআরসিএ নামক তিমি উদ্ধার সংগঠনের পিপ জ্যাকবস বলেছেন, দড়ি থাকার কারণে তিমিটির জন্য ডুব দেওয়া কঠিন হয়ে পড়েছে। এটি তাকে অনেক ক্লান্ত করে তুলছে, সে বিপদের মধ্যে রয়েছে।

তিনি জানান, তিমিটির দৈর্ঘ্য প্রায় আট মিটার (২৫ ফুট), যা ইঙ্গিত দেয় এটি বয়সে তরুণ।

তাঁর মতে, দড়িটি তিমিটির বাঁ পাখনায় পেঁচিয়ে রয়েছে। ‘ওর (তিমির) চলাফেরায় বিশৃঙ্খলতা দেখা যাচ্ছে,’ বলেও দাবি করেন তিনি।

জ্যাকবস বলেন, ‘তিমিটি দক্ষিণে এগোচ্ছে, যা অস্বাভাবিক। কারণ, এই সময়ে তাদের উত্তরে যাওয়ার কথা, যেহেতু তাদের অভিবাসনের সিজন চলছে।’

তিনি আরো জানান, স্বেচ্ছাসেবক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের দল উপকূল জুড়ে তিমিটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। তবে খারাপ আবহাওয়া, ঢেউ ও বাতাস উদ্ধারকাজে বিঘ্ন ঘটাচ্ছে।

জ্যাকবস বলেছেন, ‘যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং আমরা তিমিটিকে শনাক্ত করতে পারি, তাহলে প্রথম কাজ হবে সফলভাবে দড়ি খুলে দেওয়া।’

‘তারা যদি শরীরে কোনো জিনিস টেনে বেড়ায়, তাহলে তা সাঁতার কাটায় বাধা সৃষ্টি করে। আর সবচেয়ে খারাপ পরিণতি হতে পারে, তিমিটি না খেতে পেরে বা সাঁতার না কাটতে পেরে মারা যাওয়ার অবস্থা হতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০