ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ইলেকট্রনিক্স কারখানার কাজ বন্ধ

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৫:৩১

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস): রাশিয়ার চুভাশিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন পড়ে যাওয়ার কারণে একটি ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এই অঞ্চলটি মস্কো থেকে প্রায় ৬শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত।

মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে আঞ্চলিক গভর্নর ওলেগ নিকোলায়েভ বলেছেন, আজ সকালে চুভাশিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন ব্যবহার করার প্রচেষ্টা শনাক্ত করা হয়েছে। তবে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিকোলায়েভ আরো জানান, তিন বছরেরও বেশি সময় আগে ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কোর নিয়মিত বিমান হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রায়ই রাশিয়ার ওপর ড্রোন হামলা চালিয়ে আসছে।

চুভাশিয়া অঞ্চলের গভর্নর ওলেগ নিকোলায়েভ জানান, ‘ভিএনআইআইআর কারখানার প্রাঙ্গণে দুটি ইউক্রেনীয় ড্রোন পড়েছে।’ এই কারখানাটি রাশিয়ার অন্যতম প্রধান ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র। কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে নিকোলায়েভ আরো বলেছেন, আরো দু’টি ড্রোন মাঠে পড়লেও তা মানুষের কোনো ক্ষতি করেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা রাতারাতি ৪৯টি ইউক্রেনীয় ড্রোন আটক করেছে।

অন্যদিকে, ইউক্রেন জানিয়েছে, তারা পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে ডজন ডজন রাশিয়ান ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার এই বড় পরিসরের ড্রোন হামলার পর ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমা রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে ওয়ারশোর অপারেশনাল কমান্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০