রাশিয়া ইউক্রেনে রেকর্ড ৪৭৯টি ড্রোন নিক্ষেপ করেছে

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৯:৩৭

ঢাকা, ১০ জুন, ২০২৫ (বাসস) : কিয়েভের বিমান বাহিনী গতকাল সোমবার জানিয়েছে, রাশিয়া রাতভর ইউক্রেনে রেকর্ড ৪৭৯টি ড্রোন নিক্ষেপ করেছে। মস্কো যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার পর এটি সর্বশেষ বিশাল আক্রমণ।

এই হামলায় বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলে ক্ষতি হয়েছে। তবে কোনো মানুষ নিহত বা ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়নি।

কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ‘১০টি স্থানে শত্রু বিমান হামলা চালিয়েছে।’

পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মেয়র ওলেকসান্ডার ট্রেটিয়াক এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের ওপর ‘সবচেয়ে বড় আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন জুড়ে আক্রমণ জোরদার করেছে। কিয়েভ বলেছে, এটি প্রমাণ করে যে মস্কোর তিন বছর ধরে চলা আগ্রাসন বন্ধ করার কোনো ইচ্ছা নেই এবং শান্তি আলোচনার প্রতি তারা গুরুত্বারোপ করে না।

এই ব্যারাজগুলো ইউক্রেনের প্রসারিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

কিন্তু বিমান বাহিনী জানিয়েছে, তারা ৪৬০টি ড্রোন গুলি করে প্রতিহত করেছে। সেই সাথে রাতভর রাশিয়ার ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৯টি ভূপাতিত করেছে।

ইউক্রেন আরো জানিয়েছে, তারা রাশিয়ান ড্রোনের যন্ত্রাংশ তৈরি করে এমন একটি ইলেকট্রনিক্স কারখানায় রাতভর হামলা চালিয়েছে। স্থানীয় রুশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর কারখানাটি সাময়িকভাবে উৎপাদন স্থগিত করতে হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০