হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে : নেতানিয়াহু

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:৫০

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় এই দখলদার বলেছেন, জিম্মি আলোচনা-যুদ্ধবিরতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এখনই আশা সৃষ্টির সময় নয়। কিন্তু আমরা এখন নিরলসভাবে কাজ করছি। আমি আশা করি আমরা সামনে এগিয়ে যেতে পারব।

তেল আবিব থেকে সিনহুয়া এ খবর জানায়।

সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল’কে এক ইসরাইলি কর্মকর্তা বলেছেন, নেতানিয়াহু ভিডিও বার্তা দেওয়ার পর এখন তার মন্ত্রিসভার কিছু সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ফোনে কথা বলবেন।

দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’রও জানিয়েছেন, হামাসের সঙ্গে আলোচনায় সম্প্রতি কিছু অগ্রগতি হয়েছে। তিনি বলেছেন, ‘সম্প্রতি নির্দিষ্ট কিছু অগ্রগতি হয়েছে। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে আমি এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। কিন্তু আমরা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। যেটির মধ্যে যুদ্ধবিরতি থাকবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার পুরো মানুষকে অভুক্ত রেখেছে দখলদাররা। আন্তর্জাতিক চাপ বাড়া সত্ত্বেও তারা গাজায় বর্বরতা অব্যাহত রেখেছে।

এদিকে নেতানিয়াহু এর আগেও একবার যুদ্ধবিরতির খুব দ্বারপ্রান্তে আছেন বলে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, তিনিই যুদ্ধবিরতির চুক্তিতে সবচেয়ে বড় বাধা হয়ে আছেন। নেতানিয়াহু মঙ্ঘলবার এই ঘোষণা দেওয়ার পর জিম্মি ফোরামের পক্ষ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলেছেন, এই মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব প্রস্তুত আছে। নেতানিয়াহু চাইলেই এটিতে সম্মত হতে পারেন এবং একসঙ্গে ৫৫ জিম্মিকে মুক্ত করতে পারেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০