বাণিজ্য অংশীদারদের ওপর ১৫ থেকে ২০ শতাংশ সম্মিলিত শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের

বাসস
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৪:১৬

ঢাকা, ১১ জুলাই, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব দেশ এখনো নির্দিষ্টভাবে কোনো শুল্ক নোটিশ পায়নি, তাদের ওপর ১৫ থেকে ২০ শতাংশ হারে সার্বজনীন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।

এই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে পারে। 

ওয়াশিংটন  থেকে এএফপি জানায়, আরও অনুকূল বাণিজ্য চুক্তির লক্ষ্যে চাপ বাড়াতে এই সপ্তাহে ট্রাম্প ২০টিরও বেশি দেশের নেতাদের কাছে চিঠি পাঠানো শুরু করেন। যেখানে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা উল্লেখ করা হয়েছে।  ব্রাজিলের ক্ষেত্রে এটি সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত করা হয়েছে।

চিঠিগুলোতে ট্রাম্প সতর্ক করে দেন যে, যদি সংশ্লিষ্ট দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে যুক্তরাষ্ট্র আরও বেশি হারে শুল্ক আরোপ করে প্রতিশোধ নেবে।

বৃহস্পতিবার এনবিসি নিউজের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা কেবল বলব, বাকি সব দেশকে শুল্ক দিতে হবে।  সেটা ২০ শতাংশ হোক বা ১৫ শতাংশ। আমরা এখনই এটা ঠিক করব। 

তবে এটি এখনো পরিষ্কার নয়, এই প্রস্তাবিত হারগুলো বর্তমানে অধিকাংশ দেশের জন্য কার্যকর ১০ শতাংশ বেসলাইন শুল্কের ওপর বাড়তি কি-না। না-কি শুধু তারচেয়ে বেশি হারের জন্য প্রযোজ্য হবে।

এই শুল্ক নীতিমালাটি ট্রাম্পের এপ্রিলে ঘোষিত ‘লিবারেশন ডে’ বাণিজ্য পরিকল্পনার অংশ। 

এর আওতায় প্রায় সব আমদানির ওপর ১০ শতাংশ সার্বজনীন শুল্ক এবং নির্দিষ্ট কিছু দেশের জন্য উচ্চহার  ‘পারস্পরিক’ শুল্ক আরোপের কথা বলা হয়েছে।

প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত ৯ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, বাণিজ্য আলোচনা চলমান থাকায়, তা ১ আগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যারিবিয়ান অঞ্চলে ‘মেলিসা’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : মার্কিন সংস্থা
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
১০