গাজায় ত্রাণ নিতে গিয়ে গত কয়েক সপ্তাহে প্রায় ৮শ’ ফিলিস্তিনি নিহত : জাতিসংঘ

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:৪৬

ঢাকা,  ১২ জুলাই, ২০২৫ (বাসস) : জাতিসংঘ জানিয়েছে, শুক্রবার গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা দশ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহায়তায় পরিচালিত ত্রাণকেন্দ্র এবং অন্যান্য মানবিক সহায়তা গোষ্ঠীর কাছ থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা গত ৬ সপ্তাহে  প্রায় ৮শ’ জনে দাঁড়িয়েছে। 

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বারবার হতাহতের খবর পাওয়ার পর তারা সেনাদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২১ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতে অস্থায়ী যুদ্ধবিরতিতে একমত হতে কাতারে ইসরাইল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আলোচকদের পরোক্ষ আলোচনা চলাকালে শুক্রবারের এই সহিংসতার খবর পাওয়া গেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন, তিনি আশা করছেন ৬০ দিনের যুদ্ধ বিরতির জন্য একটি চুক্তি হতে পারে এবং এরপর তিনি যুদ্ধের স্থায়ী অবসানের জন্য আলোচনার জন্য প্রস্তুত থাকবেন।

হামাস বলেছে, আলোচনায় অবাধ সাহায্য প্রবাহ একটি প্রধান বিষয়, কারণ গাজার  ২০ লাখেরও বেশি বাসিন্দা ক্ষুধা ও রোগের ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হচ্ছেন।

ইসরাইল মে মাসের শেষের দিকে সাহায্যের ওপর দুই মাসেরও বেশি সময় ধরে অব্যাহত অবরোধ শিথিল করতে শুরু করে। তারপর থেকে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)  নামে একটি নতুন মার্কিন এবং ইসরাইল-সমর্থিত সংস্থা কার্যকরভাবে এই অঞ্চলের জাতিসংঘ-নেতৃত্বাধীন বিশাল সাহায্য বিতরণ নেটওয়ার্ককে দূরে সরিয়ে রেখেছে।

ইসরাইলি বাহিনী যেসব জায়গায় তৎপর সেই জায়গাগুলোতে ত্রাণ বিতরণ করে আসছে জিএইচএফ। সেখানে ত্রাণ নেওয়ার চেষ্টা করা শত শত ফিলিস্তিনির মৃত্যুর পর জাতিসংঘ জিএইচএফ-এর ত্রাণ বিতরণ পদ্ধতিকে ‘মূলত ঝুঁকিপূর্ণ’ ও মানবিক সহায়তার ক্ষেত্রে নিরপেক্ষতার নীতিমালার লঙ্ঘন আখ্যা দিয়েছে।

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে একটি বিতরণ স্থানে অপেক্ষা করার সময় ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংস্থাটি আরো বলেছে, ইসরাইলি বাহিনীর ত্রাণপ্রার্থীদের ওপর গুলি চালানোর খবর বার বার আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতি উপদেষ্টা চিকিৎসাধীন : নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিভ্রান্ত না হবার অনুরোধ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন
স্থায়ী ক্যাম্পাসের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস  
ট্রাইব্যুনালে হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার 
ডা. নিতাই হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড ৫
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
লালমনিরহাটে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপি’র ত্রাণ বিতরণ
ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ১, ৫৮০ মামলা
১০