পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ: প্রাদেশিক দুর্যোগ সংস্থা

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:০০

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় এখনো দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যায় দেশজুড়ে অন্তত ৩৪৪ জনের প্রাণহানি হয়েছে।

দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর  জানিয়েছে। 

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে হাজারো উদ্ধারকর্মী প্রবল বৃষ্টির মধ্যে হাঁটুসম কাদামাটিতে অভিযান চালাচ্ছেন। তারা পাথরের নিচে চাপা পড়া বাড়িঘর খুঁড়ে জীবিতদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান আসফান্দইয়ার খট্টক বলেন, বুনেরে অন্তত ১৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন। তারা হয়ত বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অথবা বন্যার স্রোতের তাড়ে ভেসে গেছেন। এছাড়া শাঙ্গলা জেলায়ও ডজনখানেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

চলমান বৃষ্টিপাত উদ্ধারকাজকে ভীষণভাবে ব্যাহত করছে বলেও উল্লেখ করেন খট্টক।
তিনি আরো বলেন, বুনেরে বিদ্যুৎ নেই এবং মোবাইল নেটওয়ার্কও বন্ধ রয়েছে। কারণ আকস্মিক বন্যায় বিদ্যুতের লাইন ও মোবাইল টাওয়ারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক উদ্ধার সংস্থার এক মুখপাত্র জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুনের জেলায় অন্তত ২০৮ জনের প্রাণহানি ঘটেছে এবং ১০ থেকে ১২টি গ্রাম আংশিকভাবে চাপা পড়েছে।

প্রদেশের উদ্ধার সংস্থার কর্মকর্তা বিলাল আহমেদ ফয়েজি বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। প্রায় ২ হাজার উদ্ধারকর্মী নয়টি জেলায় মৃতদেহ উদ্ধার ও ত্রাণ তৎপরতায় যুক্ত আছেন। সেখানে  বৃষ্টিপাত কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০