মিয়ানমারের বৌদ্ধ মঠে বিমান হামলায় ২০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৫:১৫

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস) : মধ্য মিয়ানমারের একটি মঠে সাম্প্রতিক এক বিমান হামলায় শিশুসহ ২০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। একজন জান্তা বিরোধী যোদ্ধা ও একজন স্থানীয় বাসিন্দার উদ্ধৃতি দিয়ে শনিবার ব্যাংকক থেকে এএফপি এ সংবাদ জানায়।

২০২১ সালে সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত এবং মধ্য সাগাইং অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জান্তা সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গ্রামগুলোকে ধ্বংস করেছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার অনুরোধকারী একজন জান্তা বিরোধী যোদ্ধা জানিয়েছেন, সর্বশেষ ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাত ১টার দিকে লিন তা লু গ্রামে। যেখানে আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করছিলেন। বিমান হামলায় মঠের হলরুমে আঘাত হানে।

জান্তা-বিরোধী এই যোদ্ধা বলেন, ২২ জন নিহত হয়েছে, যার মধ্যে তিনজন শিশু এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তারা ভেবেছিল বৌদ্ধ মঠে থাকা নিরাপদ কিন্তু যাই হোক সেখানেও তাদের উপর বোমাবর্ষণ করা হয়েছে।

জান্তা মুখপাত্র জাও মিন তুন এএফপির মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

একজন স্থানীয় বাসিন্দাও মঠে হামলার ঘটনা নিশ্চিত করেছেন এবং জানান, মঠের হল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, বিমান হামলার পর শুক্রবার ভোরে তিনি কিছু মৃতদেহ গাড়িতে বোঝাই করে একটি কবরস্থানে নিয়ে যেতে দেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা বলেন, মৃতদের শনাক্ত করতে ছবি তুলতে তিনি যখন কবরস্থানে যান, তখন তিনি ২২টি মৃতদেহ গণনা করেন। অনেকের মৃতদেহের মাথায় আঘাত ছিল অথবা ছিন্নভিন্ন ছিল। সেই দৃশ্য খুবই মর্মান্তিক ছিল ।

সাগাইং অঞ্চল চলতি বছরের মার্চ মাসে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যাতে প্রায় ৩,৮০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়। ভূমিকম্পের পর সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি অঘোষিত যুদ্ধবিরতি শুরু হয়েছিল বলে দাবি করা হয়েছিল, কিন্তু সংঘর্ষ ও বিমান হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংঘর্ষ পর্যবেক্ষক সংস্থাগুলো।

মে মাসে, সাগাইংয়ের ওয়ে থেইন কুইন গ্রামের একটি স্কুলে বিমান হামলায় দুইজন শিক্ষকসহ ২০ জন নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রোববার শুরু হচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘বসকন-২৫
বরিশালে চোরাই কয়লাসহ ১২ চোরাকারবারি আটক
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কারিগর আটক
গোবিন্দগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বান্দরবানে ৭৫০ নেতাকর্মীকে বিএনপি প্রার্থী সাচিং প্রু’র সম্মাননা
দিনাজপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ঢাবি আইবিএ’র বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাইসিয়ার কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উদযাপন করবেন পোপ ও অর্থডক্স নেতা
কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তায় ডব্লিউএফপি
১০